এই প্রজন্মের
বলিউড অভিনেত্রীদের মধ্যে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজে কাজ করে সবচেয়ে ব্যস্ত সময়
পার করছেন 'স্টারকিড' অনন্যা পান্ডে। যদিও নেটিজেন থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির
অনেকেরই মতামত 'স্টারকিড' হওয়ার সুবাদেই তার হাতে একের পর এক কাজ আসছে।
আদিত্যের
সঙ্গে ব্রেকআপের পর থেকে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িছেন অনন্যা। অনন্ত আম্বানি-রাধিকা
মার্চেন্টের বিয়েতেও তাদের দু'জনকে একসঙ্গে দেখা গেছে এবং সেখান থেকেই তাদের ডেটিংয়ের
গুঞ্জন শুরু হয়।
এবার
এক সাক্ষাৎকার বিয়ে ও সন্তান নিয়ে
খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান এ প্রশ্ন করা
হলে অনন্যার ভাষ্য, ‘এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে
সুখী বিবাহিত জীবনে দেখতে চাই। আমার নিজস্ব বাড়ি প্রয়োজন, সন্তান নেওয়ার পরিকল্পনাও রয়েছে।’
অনন্যা
কাজের পরিসর সম্পর্কে বলেন, ‘এই মুহূর্তে আমি
পুরোপুরি কাজের দিকে মনোনিবেশ করছি এবং আমার কাজেও উন্নতি করেছি।'
২০১৯ সালে
করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২' সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন অনন্যা।