প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘পাতাল লোক’ সিরিজের দ্বিতীয় সিজনের ট্রেইলার। সোমবার (৬ জানুয়ারি) এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়। দীর্ঘ ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলারটি শুরু হয় পুলিশ কর্মকর্তা হাথিরাম চৌধুরীর একটি উত্তেজনাপূর্ণ মারামারির দৃশ্য দিয়ে।
এরপর দেখা যায়, দিল্লি পুলিশ একটি নতুন হত্যাকাণ্ডের তদন্তে নামে, যা তাদের নিয়ে যায় নাগাল্যান্ডে—একটি অপরিচিত ও রহস্যময় স্থানে। সেখানে তারা সত্যের সন্ধানে নেমে পড়ে, কিন্তু চারপাশ ঘিরে থাকে অন্ধকার ও অনিশ্চয়তা। ট্রেইলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা জয়দীপ আহলাওয়াত জানান, ‘পাতাল লোক’ সিরিজের প্রথম সিজন তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। এতে তার চরিত্র হাথিরাম চৌধুরী দর্শকদের মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। তবে দ্বিতীয় সিজনে তার চরিত্রটি আরও বেশি শক্তিশালী ও গভীর হতে চলেছে বলে তিনি মনে করেন।
অবিনাশ অরুণ ধাওয়ারের পরিচালনায় নির্মিত এই সিজনে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, ইশওয়াক সিং, তিলোত্তমা সোমসহ আরও অনেকে। ২০২৫ সালের ১৭ জানুয়ারি সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পাওয়ার কথা রয়েছে।