× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলে-মেয়ের সঙ্গে কেক কেটে পরীর নতুন বছর উদযাপন!

বিনোদন ডেস্ক।

০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩০ পিএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত

উৎসব-অনুষ্ঠান ও বিশেষ দিনগুলো উদযাপনে রীতিমতো সবার থেকে এগিয়ে থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বাস্তবজীবনে তিনি সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন।

সবসময় আলোচনা-সমালোচনার মধ্যেই থাকেন এই অভিনেত্রী। গত কয়েক সপ্তাহ আগেও সিঁথিতে সিঁদুর পরে নতুন লুকে ‘লাবণ্য’ সেজে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে চমকে দিয়েছে ভক্তকুলকে।

তবে এবারও ব্যাতিক্রম ঘটেনি। আজ (৫ জানুয়ারি) নতুন বছরকে স্বাগত জানিয়ে অভিনেত্রী পরীমণি তাঁর ফেসবুক পেইজে ছেলে-মেয়েকে সাথে নিয়ে একটি পোস্ট করেন। যেখানে দুই সন্তানের সাথে মিল রেখে শাড়ি, কপালে লাল টিপ, হাতে নাল চুড়ি ও খোপায় লাল গোলাপ পরে পরীকে কেক কাটতে দেখা যায়। 

তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, কখনও কখনও একটি আদর্শ পরিবার মানে, শুধু একজন মা ও তাঁর সন্তানরা। আমাদের নতুন বছরের উদযাপন, ২০২৫।


উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ সিনেমায় ‘লাবণ্য’ চরিত্রে অভিনয়ের মাধ্যমেই টালিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী পরিমণি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.