গতকাল (৪
জানুয়ারি) সকাল থেকে নানা গুঞ্জন শেষে ভক্তদের অপেক্ষায় রেখে অবশেষে সন্ধ্যায় গোলাপি
রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে নিজের
বিয়ের খবর নিশ্চিত করেন তাহসান খান। এবার স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি
ফেসবুকে প্রকাশ করলেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ।
যেখানে
দু'জনকেই বিয়ের সাজে দেখা গেছে। তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে মোহমীয় সাজে ধরা দিয়েছেন রোজা।
ছবিগুলো
প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন, আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে
বিশ্বাস, সম্মান ও সারাজীবনের জন্য বন্ধুত্ব চেয়েছে।
আমি তাকে প্রমিজ করেছি সেই চাওয়া পূরণ করার।
এবং সারাজীবনের জন্য একটি ঘর বাঁধার।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
জানা গেছে,
গতকাল (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে
তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।
তাহসানের
স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা
শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল
মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও।