দেশব্যাপী
আপামর ছাত্র-জনতা গত বছর যখন স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে রাজপথে নেমে পুলিশের
গুলির আঘাতে প্রাণ দিচ্ছিল, আহত হচ্ছিল তখন দেশের অনেক নামীদামী তারকা নিরব ভূমিকা
পালন করে। এর মাঝেও শোবিজ অঙ্গনের অনেক ব্যক্তি সরব ছিলেন। কেউ কেউ নেমেছিলেন রাজপথেও।
সঙ্গীতাঙ্গণের কথা বলতে গেলে যখন প্রায় সবাই নিরব ভূমিকা পালন করছিলেন, ঠিক তখনই র্যাপার
হান্নানের 'আওয়াজ উডা' তরুণদের মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়।
এবার
জানা গেল, শিগগিরই আসছে র্যাপার হান্নানের প্রথম একক অ্যালবাম। এর আগে একাধিক
মিক্সড অ্যালবামে গান করলেও এই প্রথম একক
অ্যালবাম নিয়ে আসছেন তিনি। তবে অ্যালবামের নাম এখনও চূড়ান্ত করেননি।
শুক্রবার
(৩ ডিসেম্বর) গণমাধ্যমকে র্যাপার হান্নান বলেন, অ্যালবামে মোট নয়টি গান থাকবে। এর মধ্যে কয়েকটি
গান রেকর্ড করা হয়েছে।
এ
দিকে সম্প্রতি সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে
হান্নান ও আরেক র্যাপার সেজানের নাম এসেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগের বইয়ে অনেককে নিয়ে জানতে পেরেছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।’
আন্দোলনের
মধ্যে ১৮ জুলাই ‘আওয়াজ
উডা’ প্রকাশ করেছিলেন র্যাপার হান্নান।
এরপর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে গানটি। এ ব্যাপারে তিনি
বলেন, গানটা যখন লিখেছি, তখন শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন। পরে অল্প কিছু অভিভাবকও নেমেছেন। সেসময় অনেকে কোনো কথা বলছিলেন না, রাস্তায় নামছিলেনও না। আওয়াজও তুলতে পারছিলেন না। সেটা দেখেই গানের শিরোনাম দিয়েছিলাম ‘আওয়াজ উডা’।