× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবা-মায়ের বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক ছিল- জুনেইদ খান

বিনোদন ডেস্ক।

০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আমিরপুত্র জুনেইদ খান। শৈশবেই দেখেছেন বাবা-মায়ের বিচ্ছেদ। তিনি মনে করেন, বাবা-মা দু' জনেই ভালো মানুষ। কিন্তু দু'জন ভালো মানুষ একসঙ্গে ভাল থাকবেনই, এমন কোনও নিশ্চয়তা নেই।

২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত। সেই সময়ে জুনেইদের বয়স মাত্র আট বছর। শৈশবের সেই অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতার পুত্র।

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে জুনেইদ বলেছেন, ‘ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধহয় আমার বয়স মাত্র আট বছর। কিন্তু বুঝতেই দেননি, তারা আলাদা থাকছেন।

জুনেইদ আরও বলেন, ‘১৯ বছর বয়স পর্যন্ত তাদের আমি ঝগড়া করতে দেখিনি। আমার ১৯ বছর বয়সেই প্রথম ঝগড়া করতে দেখি। তার আগে তাদের কোনও বিষয় নিয়ে লড়তে দেখিনি। আমার ইরার (জুনেইদের বোন) বিষয়ে তারা এক হয়ে আমাদের পাশে থেকেছেন।

ঝগড়া না হলেও বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিকই ছিল মনে করেন জুনেইদ। তার কথায়, ‘তারা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল দুজনের। দুইজন ভালো মানুষ একসঙ্গেও ভালো  থাকবে, এমন নয়। ভাগ্যিস দুজনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দুজনকেই সুখী দেখেছি, এটাই বড় কথা।

বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে যোগাযোগ থেকেছে সব সময়। প্রায়ই পরিবারের সকলে একত্রিত হন বলেও জানান জুনেইদ।

তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।

উল্লেখ্য, গত বছর 'মহারাজ' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউড জগতে নাম লিখিয়েছেন জুনেইদ খান।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.