× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে ইরফান খান

‘আমি ঘুড়ি উড়িয়ে দেখতে চাই কোন পক্ষ আগে গুলি চালায়'

বিনোদন ডেস্ক।

০৪ জানুয়ারি ২০২৫, ১৮:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি জমান বলিউড  অভিনেতা ইরফান খান। প্রয়াত এই অভিনেতার শূন্যতা পূরণ হবার নয়। কাজ করেছেন হলিউডে। মোস্তফা সরয়ার ফারুকী'র 'ডুব' সিনেমায় তিনি মূল ভূমিকায় অভিনয় করেছিলেন। ইন্ডাস্ট্রিতে অসংখ্য ছবিতে অভিনয় করলেও সিনেমা জগতে তার আরও অনেক কিছু দেবার ছিল। সম্প্রতি জানা গেছে তার অপূর্ণ থাকা এক শখের কথা।

‘দ্য সং অফ স্করপিয়নস' নামের একটি ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছিলেন শশাঙ্ক আরোরা। সেই কাজের অভিজ্ঞতা টেনে এক রোমাঞ্চকর ঘটনা তুলে আনলেন ইরফানের এই সহশিল্পী।

‘তিতলি' খ্যাত অভিনেতা শশাঙ্ক, ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানালেন, ভারত-পাকিস্তান সীমান্তে নাকি ঘুড়ি ওড়াতে চেয়েছিলেন ইরফান! সে ঘটনা তুলে শশাঙ্ক বলেন, ‘ছবির শ্যুটিং তখন চলছিল রাজস্থান এবং পাকিস্তানের সীমান্তে। ইরফান একদিন হঠাৎ আমাকে বললেন, চলো, একটা বাইক নিয়ে সীমান্তে যাই এবং ওখানে ঘুড়ি ওড়াই'।

ইরফানের এ কথা শুনে চমকে যান শশাঙ্ক। তারপর ইরফান নাকি বলেছিলেন, ‘আমি ঘুড়ি উড়িয়ে দেখতে চাই, কোন পক্ষ আগে গুলি চালায়।' শশাঙ্ক জানান, ইরফানের প্রস্তাব শুনেই ছবির প্রযোজক ভয় পেয়ে যান। তিনি বহু অনুরোধ করে সে যাত্রায় ইরফানকে আটকে দেন।

‘দ্য সং অফ স্করপিয়নস' সিনেমাটি যখন মুক্তি পায়, তখন আর এই দুনিয়ায় ছিলেন না ইরফান খান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.