বাংলাদেশে
অন্যান্য দেশের মত একক কনসার্টের প্রচলন খুব কম। বিশেষ করে ব্যান্ডগুলোর একক কনসার্ট
হয় খুবই কম। তাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের নিজস্ব
আয়োজনে এসব কনসার্ট অনুষ্ঠিত হয়। নাহয় '৩০ বছর পূর্তি', '২৫ বছর পূর্তি' ইত্যাদি উপলক্ষ্যে
একক কনসার্টের আয়োজন করে ব্যান্ডগুলো। তবে ধীরে ধীরে এই ধারা ভাঙতে শুরু করেছে।
প্রথমবারের
মতো একক কনসার্টে মঞ্চ মাতাবে হাজির হচ্ছে ব্যান্ড দল ‘সহজিয়া'। আগামী ১০ জানুয়ারি
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘ধ্যান’ শিরোনামের কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি।
এ দিন কনসার্টে অংশগ্রহণের পাশাপাশি দলটির নতুন গান ‘অভিনয়’-ও
প্রকাশ করা হবে।
এক
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সহজিয়া' জানিয়েছে, গত ১২ বছরে
বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম ‘সহজিয়া’ব্যান্ড তাদের একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে আসতে যাচ্ছে।
কনসার্টটি
আয়োজন করেছে ‘ইভেন্টহোলিক'। ‘গেট সেট
রক' র ওয়েবসাইটে এবং
অ্যাকোস্টিকা ও হেভি মেটাল
টি-শার্টের ঢাকার সবগুলো শাখায় টিকেট পাওয়া যাচ্ছে কনসার্টের।
২০১১
সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাটে প্রথম যাত্রা শুরু হয় ‘সহজিয়ার'। পাঁচ সদস্যের
এই ব্যান্ডে আছেন, ড্রাম বাজান শরফুদ্দিন রাব্বি, বেইস গিটারে জাফরি আবেদিন, লিড গিটারে সজীব হায়দার, রিদম গিটারে জাহিদুল ইসলাম শিমুল এবং ভোকাল রাজু।
এখন
পর্যন্ত ‘রংমিস্ত্রি' ও ‘ঘোড়া' শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটির। ‘ছোটপাখি , ‘বোকাপাখি' ও ‘অপেক্ষা' সহ
বিশটির বেশি গান করেছে দলটি।