× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌন হয়রানির অভিযোগে আটক দক্ষিণী সিনেমার অভিনেতা!

বিনোদন ডেস্ক।

৩০ ডিসেম্বর ২০২৪, ০০:৫৫ এএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:৫৮ এএম

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ভারতীয় ইন্ডাস্ট্রিতে একাধিক যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠেছে কন্নড় ইন্ডাস্ট্রির ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চরিত বালাপ্পার বিরুদ্ধে।

তাঁর বিরুদ্ধে যৌন হয়রানি ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ করেন একজন অভিনেত্রী। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবর নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া ও ভারতীয় অন্যান্য সংবাদমাধ্যমগুলি। 


পুলিশ সূত্রে জানা যায়, রাজারাজেশ্বরী নগর থানার তদন্তকারীরা ঘটনার বিস্তারিত নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘটনাটি ঘটে। ১৩ ডিসেম্বর, ওই অভিনেত্রী অভিযোগ করেন যে তিনি ২০১৭ সাল থেকে কন্নড় এবং তেলেগু সিরিয়ালে কাজ করছেন। ২০২৩ সালে অভিযুক্ত চরিত বালাপ্পার সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে প্রেমের ফাঁদে ফেলে অভিনেতা তাকে মানসিকভাবে হয়রানি করতে থাকেন এবং খুনের হুমকি দেন।


অভিনেত্রী অভিযোগ করেন যে, ওই অভিনেতা শারীরিকভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হন এবং তার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে চাপ সৃষ্টি করতেন। তিনি জানান, চরিত বালাপ্পা তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে বারবার হুমকি দিতেন এবং জেলে পাঠানোর ভয় দেখাতেন। 


পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অভিনেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.