× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!

বিনোদন ডেস্ক।

২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ এএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ এএম

ছবিঃ সংগৃহীত।

গত শনিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র আইটেম সং ‘প্রেমের দোকানদার’ এর মিউজিক ভিডিও। সেখানে আবেদনময়ী লুকে হাজির হয়েছেন পুজা চেরী। গানটিতে পুজার নাচের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। 

৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরী। নতুন লুকে পূজার উপস্থাপনা ও নাচের তারিফ করছেন ভক্ত-অনুরাগীরা। সেই গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে তিনি লিখেছেন, ‌আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!


অপু বিশ্বাসের করা সেই মন্তব্যে পূজা লিখেছেন, বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে।

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।

এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন।


‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.