× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘শিরায় শিরায় রক্ত আমরা দেবদার ভক্ত’ স্লোগানকে কটাক্ষ; তোপের মুখে ঋত্বিক

বিনোদন ডেস্ক।

২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮ পিএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ব্যাঙ্গাত্মক পোস্ট করে টালিউডের জনপ্রিয় নায়ক দেব এর ভক্তদের তোপের মুখে পড়েছেন।

একটি ফেসবুক পোস্ট, তা নিয়েই যত কাণ্ড। ‘শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!’, এমন কথাই ফেসবুকে লেখেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাতেই তুলকালাম কাণ্ড। 

বড়দিনের আগে মুক্তি পেয়েছে ৪টি বাংলা ছবি। ২০ ডিসেম্বর বড় পর্দায় এসেছে ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ ও '৫ নম্বর স্বপ্নময় লেন'। ঘটনাচক্রে পুষ্পা-২ ঝড়ের মাঝেও সবকটি ছবি নিয়েই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। তবে ৪টির মধ্যে যে ছবিটি নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে তা হল সুপারস্টার দেবের 'খাদান'। তাই ছবি সংশ্লিষ্টদের মধ্যে ক্রমাগত রেষারেষি বাড়ছে।

গতকাল (২২ ডিসেম্বর) নাম না করে দেবকে আক্রমণ করে বসেন রাজের 'সন্তান' ছবির অন্যতম অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি ফেসবুকের পাতায় লেখেন, 'চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!' যদিও এরসঙ্গে ই তিনি লেখেন, ‘আমিও ট্রেন্ড অনুযায়ী না -বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন’। আর ঋত্বিকের এধরনের পোস্টে বেজায় চটে যান দেব অনুরাগীরা।

দেব-ভক্তদের রোষানলে ‘সন্তান’ ছবির অভিনেতা। সত্যিই কি ‘দেবের নিন্দা’ করেছেন ঋত্বিক? ভারতীয় সংবাদমাধ্যমকে দিয়েছেন সেই প্রশ্নের জবাব।

নিজের পোস্ট নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋত্বিক জানিয়েছেন, তার পোস্টে অনেকেই ‘খাদান’, ‘দেবের নিন্দা’ ও তার ঈর্ষা দেখতে পেয়েছেন।

অভিনেতার দাবি, পুরো বিষয়টা খানিকটা কাল্পনিক। কারণ তার পোস্ট ভালো করে পড়লে দেখা যাবে, সিনেমার ব্যবসা নিয়ে মন্তব্য করা নেটিজেন ও ট্রোলারদের ব্যঙ্গ করেই পোস্টটি করা হয়েছে। সেই সঙ্গে ২০ তারিখে মুক্তি পাওয়া চারটি ছবি দেখার কথাও বলা হয়েছে।

নিজের পোস্টের সম্পর্কে ঋত্বিক বলেন, আমি ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। কাউকে ব্যঙ্গ করতে বলিনি।

অভিনেতা বলেন, এক ধরনের ‘জঙ্গি দর্শক’ চাইছে সারাক্ষণ এ বনাম ওর যুদ্ধ চলতে থাকুক। অন্যের ছবি ধ্বংস হোক। এতেই তার আপত্তি। 

রোববার বিকেলে আবার অভিনেতা ফেসবুকে লেখেন, ‘ভ্যানভ্যানে মাছি সুরেলা গাধা আর ফুটো কড়ির ট্রোলারদের সরগমকে উপেক্ষা করতে ফেসবুক তার উপভোক্তাদের দিচ্ছে ব্লক করার অপার স্বাধীনতা! ওপরের কথাটা একটা ফাঁদ! এবার কমেন্ট বক্সে ভ্যানভ্যানে সুরেলা আর ফুটো কড়ির সরগম শুরু হবে।’

পরোক্ষভাবে এই স্ট্যাটাস দিয়েও দেবভক্তদেরই খোঁচা দিয়েছেন গায়ক। এবার দেখা যাক দেবের অনুরাগীরা কি প্রতিক্রিয়া জানান।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.