× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনীতিবিদ ছাড়া বিয়ে করবেন না সিঁথি

বিনোদন ডেস্ক।

২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৮ পিএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৪, ২২:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় স্লোগানে রাজপথ কাঁপিয়েছেন ফারজানা সিঁথি। সেসময় বিভিন্ন ঘটনায় জোর গলায় প্রতিবাদ করতে দেখা গেছে তাকে। বিশেষ করে সরকার পতনের পরপর এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আরও বেশি লাইম লাইটে আসেন সিঁথি। যদিও নিষেধ করে দিয়েছেন লোকের দেওয়া নামে ডাকতে তবুও তিনি 'ভাইরাল কন্যা' নামেই বেশি পরিচিত।

এবার এই ভাইরাল কন্যা জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদ বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন ফারজানা সিঁথি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে পাত্র হিসেবে রাজনীতিবিদ পছন্দ বলে জানান তিনি।

ফারজানা সিঁথি বলেন, ‌‌‌আমি ব্যক্তিগতভাবে খুবই একজন অরাজনৈতিক ব্যক্তি। আমার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই।

তিনি আরও বলেন, যদিও বিয়ে করার পরিকল্পনা আগামী পাঁচ বছরেও নাই। যদি করিও তাহলে রাজনীতিবিদকে করবো কেননা, রাজনীতিবিদের দেশকে নিয়ে সরাসরি কাজ করার জায়গা থাকে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে- তাই রাজনীতিবিদ চয়েজ করবো।

এদিকে, দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন একটি গানের মডেল হয়েছেন সিঁথি। মিউজিক ভিডিওতে তার সঙ্গে কাজ করেছেন শেখ সাদী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.