এই বছর কয়েক
আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল পাঞ্জাবি গায়ক ইয়ো ইয়ো
হানি সিং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের কাছে
শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন। এ ব্যাপারে সম্প্রতি মুখ খুলেছেন ইয়ো ইয়ো।
ভারতীয় কিছু
সংবাদমাধ্যমে সে সময় দাবি করেছিল, হানি সিংকে শাহরুখ এত জোরে চড় মারেন, যে তাতে তার
কপাল ফেটে রক্ত বেরিয়েছিল।
শাহরুখের
এক থাপ্পড়ে আহত হয়ে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। বলিউড পাড়ায় সেসময় এই
ঘটনা নিয়ে প্রচুর চর্চা চলে। সেই ঘটনার পর ৯ বছর পেরিয়ে গেলেও ঘটনার সত্যতা কেউই নিশ্চিত
করতে পারেননি। অবশেষে হানি নিজেই ঘটনার সত্যতা প্রকাশ্যে এনেছেন।
সম্প্রতি
ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই
আসল গল্পটা ফাঁস করলেন হানি সিং।
হানি জানিয়েছেন
শাহরুখ খানের মত মানুষ কখনোই আমার গায়ে হাত তোলার পাত্র নন। তিনি আমাকে খুবই ভালবাসেন।
আমাদের মধ্যে বড়দাদা-ছোটভাই সম্পর্ক। এই কারণেই শাহরুখ খান যে আমাকে চড় মেরেছে তা
মোটেও সত্য নয়।
ইয়ো ইয়ো আরও
বলেন, সেদিন মানসিক, শারীরিক ভাবে এত বিপর্যস্ত ছিলাম যে স্টেজে উঠতে ইচ্ছে করছিল না।
মনে হচ্ছিল মারা যেতে পারি। তখনই হোটেল রুমে গিয়ে মাথার সব চুল ফেলে দিলাম। এরপর কি
ভেবে যেন একটা কফির মগ মাথায় ভাঙি। তাতেই আমার কপাল ফেটে রক্ত বের হয়েছিল। এসব উল্টোপাল্টা
কাজ করেই সেদিনের কনসার্টে পারফর্ম করতে পারিনি।