× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিল্পকলায় প্রথমবারের মত আয়োজিত হল স্ট্যান্ডআপ কমেডি শো 'জোকের রাজনীতি'

বিনোদন ডেস্ক।

২১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মত আয়োজিত হল স্ট্যান্ডআপ কমেডি শো। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে 'জোকের রাজনীতি' শিরোনামে এই স্ট্যান্ড আপ কমেডি শো অনুষ্ঠিত হয়েছে। জনপ্রিয় পাঁচ কমেডিয়ানের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নানান রসাত্মক সব কৌতুক পরিবেশনায় এই আয়োজন জীবন্ত হয়ে ওঠে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই স্ট্যান্ড আপ কমেডি শো আয়োজিত হয়। স্ট্যান্ডআপ কমেডি ভক্ত দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে ৩০০ আসনের এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের প্রায় পুরোটাই ছিল পরিপূর্ণ।

শো এর শুরুতেই আখলাক সিদ্দিকি তার স্বতঃস্ফূর্ত ভঙ্গিমা এবং সময়োপযোগী সব কৌতুক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাঝে আনন্দ ছড়িয়ে দেন। আখলাক সিদ্দিকীর পরিবেশনা শুধু হাস্যরসই নয় চিন্তারও খোরাক জোগায়।

উদীয়মান তারকা মেহেদি হাসান তরু তার শক্তিশালী এবং অডিয়েন্স এনগেজিং পারফরমেন্সে প্রমাণ করেছেন সামনে বাংলাদেশের স্ট্যান্ডআপ কমেডি জগতের উজ্জ্বল এক নক্ষত্র হতে চলেছেন তিনি।

মেহেদি হাসান তরু

আরেক কমেডিয়ান শাওন মজুমদারের পারফর্মেন্সে ছিল ভিন্নতা। চমৎকার রসবোধের সঙ্গে তার অভিনয় দক্ষতাও দর্শকদের ব্যাপক আনন্দ জুগিয়েছে। কমেডিয়ান সামি দোহাও তার নিজস্ব শৈলীতে দর্শক মাতিয়েছেন।

সামি দোহা

এদিন 'জোকের রাজনীতি'র মূল আকর্ষণ ছিলেন সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র' ওরফে 'ভুড়িম্যান'।

 সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র

বিপ্র এদিন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মজার সব উপস্থাপনা নিয়ে হাজির হন দর্শকদের সামনে। বাংলাদেশের অতীত ও বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, অথবা ছিল প্রধান বিরোধীদল তাদের অদ্ভুত হলেও সত্যি সব কর্মকান্ডের উপর ভিত্তি করেই বিপ্র তার পরিবেশনা সাজায়। দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনার ওপর তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং সেসব নিয়ে বিপ্র'র ব্যঙ্গাত্মক সব কৌতুক ছিল শো-এর সবচেয়ে আকর্ষণীয় অংশ।

এদিন শিল্পকলা একাডেমির মঞ্চে 'জোকের রাজনীতি' সৃষ্টি করেছে নতুন এক ইতিহাস। এটিই বাংলাদেশ  শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রথম কোনো স্ট্যান্ডআপ কমেডি শো। যা বাংলাদেশের স্ট্যান্ডআপ কমেডি জগতে নতুন এক দিগন্তের সূচনা করবে। একই সাথে শো শেষে দর্শকদের তুমুল করতালি এবং উচ্ছাসে ফেটে পড়া প্রমাণ করে এমন আয়োজন দেশের সংস্কৃতি জগতে নতুন মাত্রা যোগ করেছে।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.