গতকাল (২০
ডিসেম্বর) কিংবদন্তি গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। সাবেক অর্থহীন ব্যান্ডের
গিটারিস্ট হিসেবে তাকে আখ্যায়িত করা হলে, কিংবদন্তি এই গিটারিস্ট বাজিয়েছেন বাংলাদেশের
টপ সব ব্যান্ডে। এরমধ্যে আছে হার্ডরক ও হেভিমেটাল জনরার পাইওনিয়ার ব্যান্ড রকস্ট্রাটা
ও জলি রজারস, ওয়ারফেজ ইত্যাদি।
পিকলুর মৃত্যুর
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বন্ধু সিফাত আলতামুস।
রাজধানীর
রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে
স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
মিনহাজ আহমেদ
পিকলু তার হার্ড রক, হেভি মেটাল জনরার মিউজিক ক্যারিয়ারের শুরুর দিকে
আশির দশকের
মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু।
নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে
যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের অদ্ভুত সেই ছেলে, সূর্য, রাতের ট্রেন, গুটি ফ্রম হেল,
নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।
হ্যাপি আখন্দের
বন্ধু আরেক কিংবদন্তি গিটারিস্ট যাকে বাংলাদেশের গিটার মায়েস্ত্রো বলা হয় সেই নিলয়
দাসের সরাসরি ছাত্র ছিলেন পিকলু। এ ব্যাপারে অর্থহীনের সাবেক ড্রামার ও ব্যাকিং ভোকাল
এবং মাল্টি ইন্সট্রুমেন্টালিস্ট যিনি বর্তমানে অ্যাভয়েড রাফার ফ্রন্টম্যান এবং গিটারিস্ট
রায়েফ আল হাসান রাফা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল (২০ ডিসেম্বর) একটি পোস্ট
দিয়ে শোক প্রকাশ করে লেখেন, ‘পিকলু ভাই আর নেই। কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন।
আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এই শব্দগুলি লিখছি।