× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও অদ্ভুত সাজে জয়া!

বিনোদন ডেস্ক।

২০ ডিসেম্বর ২০২৪, ২২:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়া আহসান এমন এক অভিনেত্রী যাকে যারা শিশুকালে দেখেছেন তারাও বুড়িয়ে যাচ্ছেন। জয়ার বয়স নিয়ে চর্চা কম হয়নি। গুণী এই অভিনেত্রী শ্রম, মেধা ও গুণের কারণেই দেশের গন্ডি পেরিয়ে ভারতের দর্শকমনে বিশেষ জায়গা করে নিয়েছেন। জয়া আহসানের ফ্যাশন সেন্স অসাধারণ। চোখ ধাঁধানো সব লুকে বাস্তবে এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন এই অভিনেত্রী। তবে মাঝেমধ্যে তার অদ্ভুত সব লুক নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

সম্প্রতি ভারতের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে একটি বিশেষ ভাবে ডিজাইন করা জামদানি শাড়ি পরতে দেখা যায়। শাড়িটি দারুণ হলেও তার পরার ভঙ্গিটা ছিল বেশ অদ্ভুত। এ নিয়ে এরমধ্যেই সমালোচনার ঝড় বয়ে গেছে নেটিজেনদের মাঝে।

এর রেশ কাটতে না কাটতেই জয়াকে আবারও অদ্ভুত ভঙ্গিতে শাড়ি পরতে দেখা গেল।

আজ (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে কিছু ছবি আপলোড করেন জয়া আহসান। ক্যাপশনে লেখেন, উপমহাদেশীয় পুরনো কিছু চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এই ফটোশ্যুটটি করা। যেখানে পুরনো শিল্পের সঙ্গে আধুনিক শৈলীর মিশ্রণ দেখানো হয়েছে।

মুখে গাঁদাফুল না লাড্ডু?

সেই পোস্টে ভক্তদের ভালবাসা ও প্রশংসার অভাব না থাকলেও মুহুর্তেই নেটিজেনদের নেতিবাচক কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স।

শীতল ছায়া নামের এক আইডি থেকে কমেন্ট করা হয়, আই এম অবাক আপনার পিকচার দেখে।

সিবিআর রাইডার মুরাদ লেখেন, মার্কেট পড়ে যাচ্ছে বুঝে যখন মার্কেট উঠানোর আপ্রাণ চেষ্টা করে যায়!

অদ্ভুত স্টাইলে শাড়ি পড়া প্রসঙ্গে হাসিবুল হোসেন নামের আরেক নেটিজেন মন্তব্য করেন, জামদানি শাড়ি ব্লাউজ এর রুহের মাগফেরাত কামনা করছি।

ফারহানা হক দোলা লিখেছেন, ওরে বাপ্রে! শীত সকালে আগুন, ফায়ার সার্ভিস কই?

আল আমিন নামের আরেক নেটিজেন লিখেছেন, আপনার কি গরম লেগে গেছে এই শীতে?

যদিও এসব মন্তব্যকে পাত্তা দেওয়ার সময় নেই জয়ার হাতে। খুব শীঘ্রই নতুন ছবির শ্যুটিংয়ে কাজ শুরু করবেন তিনি। এছাড়াও বাংলাদেশ-ভারত দুই দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওসিডি' ‘নকশী কাঁথার জমিন', ‘জয়া আর শারমিন' এবং ‘ফেরেশতে'। এর মধ্যে 'ওসিডি' মুক্তি পাবে ভারতে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.