× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমি তো আসলে নাচের মেয়ে- তানজিন তিশা

বিনোদন ডেস্ক।

১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তার পদচারণা বেশ রঙিন। আফরান নিশোর সঙ্গে তার জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিনের ক্যারিয়ারে এতদিনে এই অভিনেত্রী জানালেন তার আরেক গুণের কথা।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করতে দেখা যায় এই অভিনেত্রীকে। দীর্ঘদিন পর নাচার প্রসঙ্গে তিশা বলেন, ‘অনেকদিন পর সুযোগ হয়েছে ক্লাসিক্যাল নাচ করার। প্রায় ৬ বছর ‍পর নাচলাম।

শখ করে নয় রীতিমত একাডেমিক পর্যায়ে নৃত্য প্রশিক্ষণ নিয়েছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন,  আমি তো আসলে নাচের মেয়ে। গ্রাজুয়েশন শেষ করিনি কিন্তু পাঁচ বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি। সে জায়গা থেকে আমি নাচ ভালোবাসি।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে 'পয়জন' ওয়েব ফিল্মে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তানজিন তিশার কথায়, ‘অভিনয়ের পাশাপাশি আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে স্টেজ পারফর্ম। একটা সুন্দর কাজের প্রাপ্তি নিয়ে বছরটা শেষ করছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.