× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১০০ কোটির ক্লাবে যাবে ‘বরবাদ'- শাকিব খান

বিনোদন ডেস্ক।

১৮ ডিসেম্বর ২০২৪, ২২:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৮ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ'র ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে মেগাস্টার শাকিব খান জানালেন 'বরবাদ' নিয়ে তার প্রত্যাশার কথা।

পোস্টার উন্মোচনের পর শাকিব খান বলেন, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তুফান তুলেছি। তবে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শিগগিরই আমাদের ছবি ১০০ বা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে।

শাকিব খান জানালেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে ১৫ মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়। যে কারণে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন।

ঢালিউডের মেগাস্টার জানিয়েছেন, ‘আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথমদিন মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।

তিনি আরও বলেন, ‘গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন, তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না।

আজকের অনুষ্ঠানে ছবিটির ফার্স্ট লুক মোশন পোস্টার উন্মোচন করা হয়, সেখানে দেখা যায় হাতে মুখে  রক্তমাখা অবস্থায় এক হাতে পিস্তল নিয়ে আরেক হাতের তর্জনী ঠোঁটে চেপে বলছেন, 'সাইলেন্স'।


'প্রিয়তমা'র পর 'বরবাদ' সিনেমাটি দিয়ে আবারও পর্দায় একসাথে জুটি বাঁধবেন সাকিব খান ও ইধিকা পাল। ছবিতে আরও আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। সবকিছু ঠিকঠাক থাকলে  ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে আসছে 'বরবাদ'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.