× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিঁথিতে সিঁদুর, নতুন লুকে ‘ফেলুবক্সী’ নিয়ে পরীর চমক!

বিনোদন ডেস্ক।

১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত

ঢালিউডের পর এবার টালিউডে পা রেখেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পড়মণি। ভারতীয় পরিচালক দেবরাজ সিনহার নির্মিত ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমেই ওপার বাংলায় অভিষেক হতে চলেছে তাঁর। 

জানা যায়, সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১৭ জানুয়ারি। ছবিটি মুক্তি পাওয়ার আগেই সামনে এল সিনেমায় পরীমণির ফার্স্টলুক। যেখানে পড়ির চরিত্রের নাম ‘লাবণ্য’। সিনেমাটিতে পরীমণির বিপরীতে থাকছে ভারতীয় অভিনেতা সোহম চক্রবর্তী।


এছাড়াও রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিটির শুটিং হয়েছে গত বছরের এপ্রিল মাসে। গতকাল (১৭ ডিসেম্বর) অভিনেত্রী পরীমণি তাঁর ফেসবুক পেইজে সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে পরীকে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনিন্দ্য লুকে দেখা যায়। 


তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’ পোস্টের নিচে ভক্তদের মন্তব্য দেখেই বোঝা যায় যে, পরীর এমন লুকে তাঁর অনুরাগীরা ভীষণ আনন্দিত।


‘ফেলুবক্সী’তে অভিনয় প্রসঙ্গে পরী ওপার বাংলার গণমাধ্যমকে বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’


উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এ সিনেমার নাম ভূমিকায় ‘ফেলুবক্সী’ চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে রহস্যের সমাধান করতে এবং খেতে খুব ভালোবাসে। আর সে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.