× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আসছে 'বার্বি'র সিক্যুয়েল

বিনোদন ডেস্ক।

১৫ ডিসেম্বর ২০২৪, ২২:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

হলিউড তারকা মার্গো রবি আবারও পর্দায় ফিরছেন 'বার্বি' গার্ল হয়ে। সঙ্গে কি 'কেন' হিসেবে থাকবেন রায়ান গসলিং? ২০২৩ সালে ফ্যান্টাসি, কমেডি, মিউজিকাল মিক্সড জনরার এই ছবিটি মুক্তি পাওয়ার পর  বিশ্বব্যাপী ১.৪ বিলিয়ন ডলার আয় করে বিশাল সাফল্য পায়। সিনেমাটির শেষ দৃশ্যটাও যেন আরেকটা গল্প শুরুর ইঙ্গিত দেয়। তবে কি ভক্তদের আশা পূরণ হবে?

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, ‘বার্বি টু' নিয়ে পরিকল্পনা করছেন সিনেমাটির নির্মাতা গ্রেটা গারউইগ এবং সহলেখক নোয়া বামব্যাচ। ইতোমধ্যেই তারা একটি গল্প তৈরি করে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের কাছে জমাও দিয়েছেন তারা।

বার্বি'র নির্মাতা গ্রেটা গারউইগ এবং সহলেখক নোয়া বামব্যাচ

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে গারউইগ বলেন, শুধু তখনই সিক্যুয়েল তৈরি করবেন যখন এমন একটি গল্প খুঁজে পাবেন যা আপ্লুত করবে আমাকে। আমার মূল উদ্দেশ্য আমি গভীরভাবে যা ভালোবাসি তা দেখাতে পারছি কি না। সেখানে গল্পটাই মূল ব্যাপার।

যদিও সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বাছাই হওয়া গল্পটি অভিনেত্রী এবং প্রযোজক মার্গো রবির বেশ পছন্দ হয়েছে। ব্যাপারটি গারউইগের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। নির্মাতা যেটা বাছাই করবেন তা নিয়ে মাঠে নামতে প্রস্তুত মার্গো।

উল্লেখ্য ২০২৩ সালের জুলাইতে একইদিনে বিশ্বব্যাপী মুক্তি পায় ওপেনহাইমার এবং বার্বি। সম্পূর্ণ ভিন্ন দুই ঘরানার দুটি ছবিই লুফে নিয়েছিল দর্শকরা। ৮ বিভাগে নমিনেশন পাওয়া বার্বির ভাগ্যে জুটেছিল বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.