হলিউড তারকা
মার্গো রবি আবারও পর্দায় ফিরছেন 'বার্বি' গার্ল হয়ে। সঙ্গে কি 'কেন' হিসেবে থাকবেন
রায়ান গসলিং? ২০২৩ সালে ফ্যান্টাসি, কমেডি, মিউজিকাল মিক্সড জনরার এই ছবিটি মুক্তি
পাওয়ার পর বিশ্বব্যাপী ১.৪ বিলিয়ন ডলার আয়
করে বিশাল সাফল্য পায়। সিনেমাটির শেষ দৃশ্যটাও যেন আরেকটা গল্প শুরুর ইঙ্গিত দেয়। তবে
কি ভক্তদের আশা পূরণ হবে?
হলিউড রিপোর্টারের
তথ্য অনুযায়ী, ‘বার্বি টু' নিয়ে পরিকল্পনা করছেন সিনেমাটির নির্মাতা গ্রেটা গারউইগ
এবং সহলেখক নোয়া বামব্যাচ। ইতোমধ্যেই তারা একটি গল্প তৈরি করে প্রযোজনা প্রতিষ্ঠান
ওয়ার্নার ব্রাদার্সের কাছে জমাও দিয়েছেন তারা।
উল্লেখ্য
২০২৩ সালের জুলাইতে একইদিনে বিশ্বব্যাপী মুক্তি পায় ওপেনহাইমার এবং বার্বি। সম্পূর্ণ
ভিন্ন দুই ঘরানার দুটি ছবিই লুফে নিয়েছিল দর্শকরা। ৮ বিভাগে নমিনেশন পাওয়া বার্বির
ভাগ্যে জুটেছিল বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার।