× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহরুখ খানের উদাহরণ টেনে জামিন মিলল আল্লু অর্জুনের

বিনোদন ডেস্ক।

১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮ পিএম । আপডেটঃ ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

'পুষ্পা টু' দিয়ে বক্স অফিসে আল্লু অর্জুন বলিউড বাদশাহ শাহরুখ খানকে পেছনে ফেলেছেন। প্রথম দিনেই 'জওয়ান'র বক্স অফিস আয়ের রেকর্ড ভেঙেছে "পুষ্পা টু"। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির দ্বৈরথ বেশ পুরনো। তবে বক্স অফিসে পেছনে ফেললেও আদালতে শাহরুখকেই পাশে টানতে হল আল্লু অর্জুনের।

গতকাল (১৩ ডিসেম্বর) আদালতে শাহরুখ খানের ঘটনাপ্রসঙ্গ তুলে ধরে জামিন পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

গতকাল (১৩ ডিসেম্বর) জেলে ঢোকার ঘন্টাখানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন আল্লু। কিভাবে হল এমন নাটকীয় পট পরিবর্তন এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভক্ত অনুরাগীদের মাঝে।

কিভাবে আল্লুর জামিনের সঙ্গে জুড়ল কিং খানের নাম? চলুন জেনে নেওয়া যাক।

৭ বছর আগে ২০১৭ সালে ‘রইস' সিনেমার প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে গুজরাট গিয়েছিলেন কিং খান। সেখানে শাহরুখ খানকে একপলক দেখতে ভিড় করেছিলেন হাজারো মানুষ। ভিড়ের মধ্যেই জনসমাগম লক্ষ্য করে বলিউড বাদশাহ কিছু টি-শার্ট ছুঁড়ে দিলে সেগুলো লুফে নিতে শুরু হয় ব্যপক হুড়োহুড়ি।

আর সেই হুড়োহুড়ী-গুঁতোগুঁতির মধ্যেই এক ভক্তের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে। এরফলে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা হয়। যদিও পরে গুজরাট কোর্ট এবং সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়।

দেশটির শীর্ষ আদালত তখন জানিয়েছিল, সেলিব্রেটি হলেও শাহরুখ খানের আর সব নাগরিকদের মত সাধারণ অধিকার রয়েছে। খ্যাতি থাকলেই সব ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করা অনুচিত।

এবার আল্লু অর্জুনের সঙ্গেঅ ঘটল একই ঘটনা। আদালতে আল্লুর আইনজীবী এদিন শাহরুখ খানকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান।

সেখানে লেখা ছিল, ‘পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনও যোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই মহিলা অনুরাগী থিয়েটারের নীচতলায়।

আইনজীবী আরও জানান, ‘রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান দক্ষিণী সুপারস্টার। সেখানে আল্লু অর্জুন আসছেন, সে খবর পুলিশও জানতেন। পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনও তরফ থেকে অভিনেতাকে সতর্ক করে দেননি বা আসতে নিষেধ করেননি।

শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানিয়েছে আল্লু অর্জুনকে নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করবেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.