মার্কিন যুক্তরাষ্ট্রের
পপ সেনসেশন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের খ্যাতি বিশ্বজোড়া। জাস্টিন বিবারের
সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভক্তদের মাঝে, সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমগুলোতে হয়েছে
ব্যাপক চর্চা। ২০১৮ সালে জাস্টিন-সেলেনার ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। এরপর মানসিকভাবে
বিষাদগ্রস্ত হয়ে পড়েন এই তারকা। তবে ক্যারিয়ার নিয়ে থেমে থাকেননি সেলেনা। ২০১৯ এ সঙ্গীতশিল্পী
বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ প্রথম কাজ করেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে
বেনির সঙ্গে বাগদান সেরে ফেললেন সেলেনা গোমেজ।
২০১৮ তে জাস্টিন
বিবারের সঙ্গে বিচ্ছেদের পর থেমে থাকেননি সেলেনা। করেছেন অভিনয়। একের পর এক গান উপহার
দিয়েছেন দর্শকদের, স্টেজে মাতিয়েছেন হাজারো দর্শকের মন। এর মাঝেই সঙ্গীত শিল্পী বেনি
ব্লাঙ্কোর সঙ্গে প্রথম ২০১৯ সালে একটি গানে কাজ করেন সেলেনা। এরপরই বেনির সঙ্গে চলে
চুটিয়ে প্রেম। অবশ্য বিষয়টি তারা প্রথম প্রকাশ্যে আনেন ২০২৩ সালের ডিসেম্বরে। এবার
বাগদান সম্পন্ন করে ৫ বছরের এই প্রেমে পূর্ণতা আনলেন সেলেনা-বেনি জুটি।
সম্প্রতি
এই তারকার এক ইনস্টাগ্রাম পোস্ট নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করে। সেই পোস্টে দেখা
গেছে সেলেনার রিং ফিংগারে ঝলমল করছে একটি হীরার আংটি! আরও এক ছবিতে দেখা যায় বেনি সেলেনাকে
জড়িয়ে মাথায় চুমু খাচ্ছেন, যেখানে সেলেনা তাঁর বাগদানের আংটি পরা হাত উঁচিয়ে রেখেছেন।
![](https://www.sangbadsarabela.com/san_admin/../uploads/2024/12/online/photos/selena-gomez-20241212142848-675aaf10592e8.jpg)
পোস্টের ক্যাপশনে
সেলেনা লিখেছেন, 'এই শুরুটা চিরকালের'। প্রিয় গায়িকার সেই পোস্টের কমেন্টবক্স ভরে উঠেছে
ভক্তদের ভালবাসা, অভিনন্দন আর শুভেচ্ছাবার্তায়। এদিকে বেনি মজার ছলে কমেন্ট করেছেন,
আরে অপেক্ষা করুন, এটা আমার বউ।’
উল্লেখ্য
বেনি ব্লাঙ্কোর আসল নাম বেনজামিন জোসেফ লাভিন। ৩৬ বছর বয়সী এই পপ তারকা কাজ করেছেন
বহু বিখ্যাত পপ তারকাদের সঙ্গে। মূলত তিনি একজন মিউজিক প্রোডিউসার। ২০১৯ সালে গোমেজের
জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ' ও ‘আই কান্ট গেট এনাফ' গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা
ও ব্ল্যাঙ্কো। ক্যারিয়ারের শুরুর দিকেই জনপ্রিয়
পপ তারকা ক্যাটি পেরির 'টিনেজ ড্রিম , কেশার 'টিক-টক' এর মত জনপ্রিয় গানগুলোর সহ-প্রযোজক
ছিলেন বেনি। ২০০৮ সালে আরেক বিশ্বখ্যাত তারকা ব্রিটনি স্পিয়ার্সের 'সার্কাস' গানটির
অন্যতম লেখক এবং সহ-প্রযোজক হিসেবে কাজ করেন তিনি। গানটি আমেরিকান পপ রেডিওর চার্টের
শীর্ষস্থান দখল করে নেয়। এরপর বেনি একে একে কাজ করেছেন জনপ্রিয় পপ-রক ব্যান্ড ম্যারুন
ফাইভ, পপ তারকা এড শিরান, লানা দেল রে, আরিয়ানা গ্রান্ডে, উইকেন্ড সহ বহু শীর্ষস্থানীয়
তারকাদের সঙ্গে।