জমকালো আয়োজনের মধ্য দিয়ে “বিজিসিএফ এওয়ার্ড সিজন-০৩” অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জনপ্রিয় তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি এবং জমজমাট পারফরমেন্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানস্থল। চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাকটিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরাদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। “বিজিসিএফ এওয়ার্ড সিজন-০৩” এর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন গনমাধ্যম কর্মী জ্যোতির্ময় মন্ডল।
অনুষ্ঠানের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে জ্যোতি বলেন ‘প্রতিটা কাজ থেকে আমি নতুন কিছু শিখি, নতুন অভিজ্ঞতা অর্জন করি। কাজটি করতে গিয়ে আমি বুঝতে পেরেছি পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে কতো রকমের প্রতিবন্ধকতা আসে এবং সে প্রতিবন্ধকতাগুলো কিভাবে সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তবে মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে কাজ করা আমার জন্য একটা ভালো লাগার জায়গা। কারণ দীর্ঘদিন ধরে মিডিয়ায় ক্যামেরার পিছনে কাজ করে আসছি। সে সুবাদে মিডিয়ায় যারা কাজ করেন তাদের সকলের সাথে মোটামুটি পরিচিত। তাই কাজটি আমি খুবই উপভোগ করেছি।’ আর অ্যাওয়ার্ড পাওয়ার অনুভুতি ব্যক্ত করে বলেন, ‘কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের। তবে এই স্বীকৃতি আরো ভালো কাজ করার একটা তাগিদ যোগায়। অদৃশ্য একটা দায়িত্ববোধ কাজ করে। আশা করি সামনের দিকে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারবো।’
জ্যোতির্ময় মন্ডল ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক ও স্নাতোকত্তর সম্পন্ন করে দীর্ঘ ০৮ বছর পাঞ্জেরী পাবলিকেশন্স, পপি লাইব্রেরী বিচিত্রা পাবলিকেশন্স, ক্যাপ্টেন পাবলিকেশন্স-এ রাইটার ও এডিটর হিসেবে কাজ করেন। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যাত্রা কাজ করা শুরু করেন ২০১৭ সালে। বর্তমানে তিনি এশিয়ান টিভিতে অনুষ্ঠান বিভাগে প্রযোজক হিসেবে কর্মরত আছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ম্যাজিশিয়ান জুয়েল আইচ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতাল এর চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আলী। এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠান প্রধান জাহিদ হোসেন শোভন, অন্তর শো-বিজের চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী, একুশে টেলিভিশন ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব, অতিরিক্ত ডি আই জি আপেল মাহমুদ সহ আরো অনেক বিশেষ ব্যাক্তি বর্গ।