মডেল, টিভি নাটক, বিজ্ঞাপন, ওটিটি থেকে শুরু করে সব ক্ষেত্রেই কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি ১৫ বছর ধরে অভিনয় জগতে কাজ করছেন।
তবে সিনেমায় কখনো দেখা যায় নি ৩৩ বছর বয়সী এই নায়িকাকে। তাঁর সেই অপূর্ণতাও এখন পূর্ণ হতে চলেছে। প্রথমবারের মতো এবার তাকে দেখা যাবে বড় পর্দায়। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতি’।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফরম চরকি এবং ফ্রেম পার সেকেন্ড। ‘প্রিয় মালতি’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ এখনও মুক্তি পায়নি। তার আগেই মুক্তি পেয়েছে ‘প্রিয় মালতি’।
সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই ‘প্রিয় মালতী’র মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে সিনেমাটি দেখানো হয়েছে।
সংবাদমাধ্যমকে মেহজাবীন বলেন, 'সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়েছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য।'
সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এ সিনেমায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।
আশা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘প্রিয় মালতী’।