× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'পুষ্পা-২' চলাকালে সিনেমাহলে রহস্যময় স্প্রে

কাশি-বমিতে দর্শকদের দম বন্ধ, মাঝপথে বন্ধ হল শো

বিনোদন ডেস্ক।

০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৩ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মুক্তি পাওয়ার আগে থেকেই 'পুষ্পা টুঃ দ্য রুল' সিনেমাটি সারাবিশ্বের সিনেমাপ্রেমীদের মনে আলোড়ন তুলেছে। আর গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিনেমাটি মুক্তির পর থেকে চলছে একের পর এক তোলপাড়। প্রথমে অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভাঙল। হলে সিনেমা দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেল এক মা। পাইরেসির শিকার হয়ে প্রথম দিনেই ইন্টারনেট সয়লাব হয়ে গেল 'পুষ্পা-২' এর এইচডি কোয়ালিটির ফাইলে। এবার সিনেমাহলে রহস্যময় স্প্রে!

৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিনেই মুম্বাইয়ের একটি হলে ঘটেছে এই ঘটনা। শো চলাকালীন সময়ে হঠাৎই দর্শকরা শুরু করেন বেদম কাশি। সাথে কেউ কেউ করতে থাকেন বমি। একপর্যায়ে দর্শকদের দম বন্ধ হয়ে আসা শুরু হলে হলজুড়ে সৃষ্টি হয় আতংক।

হল থেকে বেরিয়ে যাচ্ছেন দর্শকরা

এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম বলছে, ছবি চলার ঠিক মাঝের দিকে কোনো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রেক্ষাগৃহের মধ্যে হঠাৎই এক রহস্যময় কোন দ্রব্য স্প্রে করেন। ফলে সেখানে থাকা দর্শক কাশতে শুরু করেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে শুরু হয় বমি। দম বন্ধ হওয়ার কারণে অনেকেই প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসেন।

সেই মুহূর্তে দর্শকদের মধ্যে আতংক ছড়িয়ে গেলে হল কর্তৃপক্ষ সাময়িক ভাবে শো বন্ধ করে দেন। খবর পেয়ে মুম্বাই পুলিশ ঘটনাস্থলে আসে। ইতোমধ্যেই স্প্রে করা সেই অজ্ঞাতপরিচয় ব্যাক্তির খোঁজে তদন্ত শুরু হয়ে গেছে। 

বিষয় : পুষ্পা টু

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.