× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ‘বাজে স্বভাব’ খ্যাত গায়ক রেহান!

বিনোদন ডেস্ক।

০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত

‘বাজে স্বভাব’ গান গেয়ে ৬ বছর আগে নেটিজেনদের নজর কাঁড়েন সংগীতশিল্পী রেহান রসুল। ইউটিউবে নিজের লেখা ও সুরের সেই গানটির ভিউ এখন পর্যন্ত  ৫৩ মিলিয়নের কাছাকাছি।

এরপর তিনি অনেক গানে কাজ করলেও সেগুলো ‘বাজে স্বভাব’ এর মতো জনপ্রিয়তা পায়নি। তবে এবার এই গায়ক  গান দিয়ে নয়, নিজের বিয়ের খবর দিয়ে চমকে দিলেন ভক্তদের।

গতকাল (৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিয়ের খবরটি জানান রেহান। ছবিতে দেখা যায়, পাত্রীর সঙ্গে লাল পাঞ্জাবী পরে আছেন তিনি।


সেই ছবি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’ 


রেহান না চাইলেও সত্যিকার অর্থে ‘শক’ অর্থাৎ, স্ত্রীর সাথে ছবি দিয়ে অনেকটাই চমকে দিয়েছেন অনুরাগীদের। একজন ভক্ত অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন, ‘বাজে স্বভাব ছেলের কাছে লাল টুকটুক বউয়ের সমর্পণ!’


বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রেহান রসুল বলেন, ‘সবাইকে বলে আসছি বিয়ে করব না। এমন মানুষ পাব কখনও চিন্তাও করিনি। আমাকে সবাই যেভাবে চেনে-বাজে স্বভাব, ছন্নছাড়া, মুখের ওপর কথা বলে দেওয়া ছেলেটা, এই মানুষটাকে সে ভালোবাসে।’ 


জানা যায়, ২০১৬ সালে রেহান রাসুলের সাথে সাদিয়া ইসলামের বন্ধুত্ব হয়। তাঁরা দুজনেই একসাথে একটি রেডিওতে কাজ করতেন। অবশ্য তখনও তাঁরা বন্ধু। ২০২৩ সালে তাঁদের বন্ধুত্ব গভীর হয় এবং ২০২৪ সালে প্রেম শুরু করেন। তারপর এক ফাঁকে বিয়ে করে নেন রেহান রাসুল ও সাদিয়া ইসলাম।


উল্লেখ্য, এখনও গান নিয়ে ব্যস্ত রয়েছেন রেহান। শীঘ্রই তার নতুন গান প্রকাশ হওয়ার কথা রয়েছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.