বলিউড ভাইজান
সালমান খানের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'বিগবস'। যেখানে একঝাঁক তারকা বাইরের
জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটি বাড়িতে বসবাস করেন, এরপর শুরু হয় একসাথে থাকা
খাওয়া। চলে দ্বন্দ্ব-ঝঞ্ঝাট, চলে অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাঁচ। এখন পর্যন্ত জনপ্রিয়
এই রিয়্যালিটি শো এর ১৮টি সিজন হয়েছে। ১৯তম সিজনে কি দেখা যাবে ঢাকাই ছবির জনপ্রিয়
নায়িকা পরীমণিকে?
গতকাল (৬
ডিসেম্বর) রাতে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস
দেন পরী। এতে তিনি লেখেন, 'বিগবসে যাইগা, নাকি?'
যদিও এই স্ট্যাটাসের
মাধ্যমে এখনো কিছুই পরিষ্কার হয়নি, যে পরী কি আসলেই বিগবসে যাচ্ছেন? তবে পোস্টটির কমেন্টবক্স
ইতোমধ্যেই ভক্তদের ভালবাসা ও অভিনন্দনে ভরে গেছে। নেটিজেনরা জানিয়েছেন অগ্রিম শুভেচ্ছা।
আরোরা নামের
এক ভক্ত পোস্টে কমেন্ট করেন, চলে যান আপু জিতে আসবেন। তানিয়া জাহান নামের আরেক ভক্ত
কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল কংগ্রাচুলেশন।
মজা করে সোহান
হাওলাদার নামে একজন কমেন্ট করেছেন, নজর এবার সালমান খানের দিকে!
নিখিল নামের
আরেক ভক্ত বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যেতে বলে কমেন্টে লেখেন, শাকিব ভাইকে নিয়ে যান সাথে।
তবে বিগ বসে
যান আর নাই যান আগামী ১৭ তারিখে টালিউডে পরীর প্রথম সিনেমা 'ফেলুবক্সী' মুক্তি পেতে
যাচ্ছে। এতে তাঁর বিপরীতে আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। সবাইকে
সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে একটি পোস্টার আপলোড করেছেন পরী।