× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪২০ এর পর এবার ডাবল আপ ৮৪০

বিনোদন ডেস্ক।

০৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ২০০৭ সালে নির্মাণ করেন ধারাবাহিক নাটক '৪২০'। নাটকটি তখন তুমুল জনপ্রিয়তা লাভ করে। ১৭ বছর পরেও নাটকটির জনপ্রিয়তা তুঙ্গে। ইন্টারনেটে ঢুকলেই কোনো না কোনো বিষয়ে নাটকটির বিখ্যাত কিছু দৃশ্য অথবা ছবি দিয়ে বানানো মিম চোখে পড়বেই। বহুদিন তো এক জিনিস হল, এবার বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে '৪২০' ডাবল আপ করে '৮৪০' নিয়ে আসছেন ফারুকী!

নির্মাতা ফারুকী গতকাল (৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সুখবরটি ভক্তদের মাঝে নিয়ে আসেন। সিরিজটি নিয়ে একটি রিল পোস্ট করে জানান দেন, শিঘ্রই প্রচার শুরু হবে।

পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০'। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০র ডাবল-আপ ‘৮৪০'।'

আজ (৬ ডিসেম্বর) দুপুরে ফারুকী আরও একটি পোস্ট দিয়ে জানান সন্ধ্যা ৭টায় সম্পূর্ণ দেশি মশলায় নির্মিত ৮৪০'র ট্রেলার আসছে!

পোস্টটিতে সিরিজটির ক্যামেরার পেছনের গল্প নিয়ে একটি ভিডিও শেয়ার করে ফারুকী লেখেন, ‘যেহেতু ট্রেলারের আগে শ্যুটিংয়ের ফুটেজ রিলিজ করতে পারছি না, সেই জন্য নওগাঁ-রাজশাহীতে কাটানো দিনগুলোতে শ্যুটিংয়ের ফাঁকে আমরা কি করতাম সেটার একটা ভিডিও শেয়ার করলাম।

যদিও কোন প্ল্যাটফর্মে সিরিজটি দেখা যাবে সেটি এখনো জানা যায়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.