দেশাত্মবোধক
গান পছন্দ করেন আর 'এই পদ্মা এই মেঘনা' গানটি শোনেননি এমন লোক পাওয়া দুস্কর হবে এই
বাংলাদেশের মাটিতে। দুঃখের বিষয় গানটির গীতিকার, সুরকার আবু জাফর ইহলোকের মায়া ত্যাগ
করে পাড়ি জমিয়েছেন পরপারে।
আজ (৬ ডিসেম্বর)
রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন খ্যাতিমান এই গীতিকার।
খবরটি তার
পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত
নানা সমস্যায় ভুগছিলেন।
আবু জাফর
একাধারে গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী ছিলেন। তাঁর সৃষ্টির মধ্যে রয়েছে ‘এই পদ্মা
এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম', ‘নিন্দার কাঁটা যদি
না বিঁধিল গায়ে -সহ অসংখ্য জনপ্রিয় গান।
রাজশাহী-ঢাকা
বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত দেশাত্মবোধক
ও আধুনিক গানগুলো তুমুল আলোড়ন তুলেছিল। ‘এই পদ্মা এই মেঘনা’
আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়; গানটি বিবিসির জরিপে সর্বকালের
সেরা ২০টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল।
কুষ্টিয়া
জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন
আবু জাফর। তাঁর মরদেহ নেওয়া হয়েছে জন্মস্থান কুষ্টিয়ায়। আজ (৬ ডিসেম্বর) বাদ আসর কুষ্টিয়া
সরকারি কলেজ মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে। গুণী এ মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ দেশের
সংগীত ভুবন।