× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম দিনেই পাইরেসির শিকার ‘পুষ্পা-টু’

বিনোদন ডেস্ক।

০৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮ পিএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত এবং সুকুমার পরিচালিত তেলেগু সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ' -এর বাজেট ছিল প্রায় ২৫০ কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। এদিকে ‘পুষ্পা-টু' এর বাজেট প্রায় ৫০০ কোটি ভারতীয় রুপি। সিনেমাটি মুক্তির আগেই পূর্বের সব ব্লকবাস্টার হিট সিনেমাগুলোর  অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে প্রায় ১০ লাখ টিকিট বিক্রির রেকর্ড গড়ে। সেই হিসেবে নির্মাতারা এই সিনেমাটি বক্স অফিস আয়ের নতুন রেকর্ড গড়বে এটাই ধরে রেখেছিলেন।  আজ(৫ ডিসেম্বর) বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি বিশ্বের প্রায় সাড়ে ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার হয়ে ‘পুষ্পা-টু' নির্মাতাদের এখন মাথায় হাত।

ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, ইতোমধ্যেই 'পুষ্পা-টু' টরেন্ট সাইট গুলোতে পাওয়া যাচ্ছে। মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলিউডসহ বেশ কিছু সাইটে ‘পুষ্পা-টু সিনেমা পাওয়া যাচ্ছে। জানা গেছে, এসব ওয়েবসাইটে সিনেমাটি এইচডি কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে, এতে দর্শকরা ঘরে বসেই ভাল কোয়ালিটিতে 'পুষ্পা-টু' উপভোগ করতে পারবেন।


পাইরেসির কবলে পড়ায় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের উদ্বেগ বেড়ে গেছে। তাছাড়া সিনেমাবোদ্ধা থেকে শুরু করে সিনেমার বাণিজ্যিক দিক সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিষয়টিকে ভাল সিনেমার জন্য হুমকি হিসেবে দেখছেন।

তবে ব্যবসা যেমনই হোক 'পুষ্পা-টু' সিনেমাটি দিয়ে অভিনেতা আল্লু আর্জুন যে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন তাতে কারো সন্দেহ নেই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.