× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় চলছে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব!

বিনোদন ডেস্ক।

০২ ডিসেম্বর ২০২৪, ১৬:২১ পিএম । আপডেটঃ ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় 'মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট' এর আয়োজনে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব। সেখানে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয় ইভান মনোয়ারের নির্মানে ‘দ্য সাউন্ড ইজ লাউড’ দিয়ে। এরপর প্রদর্শিত হয়েছে একই পরিচালকের ‘প্যাসেঞ্জার’ এবং নির্মাতা গোলাম রাব্বানীর ‘আনটাং’। এই প্রদর্শনীটি ১ ঘন্টার জন্য সবার কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।


উৎসবে দ্বিতীয় প্রদর্শনীটি করা হয় কারওয়ান বাজার মেট্রোরেলের সাথের গোল চত্বরে। সেখানে খোলা আকাশের নিচে এই তিনটি চলচ্চিত্রই প্রদর্শিত হয়েছে।


মূলত এই উদ্যোগটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ঢাকা শহর থেকে শুরু করে সব হাট-বাজার, স্কুল-কলেজসহ দেশের সকল গণমানুষের কাছে এই সিনেমাগুলো ছড়িয়ে দেওয়া। 


সাধারণ মানুষকে বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি দর্শকদের কাছে নতুন নির্মাতাদের পরিচয় ঘটানোও এই উৎসবের আরেকটি উদ্দেশ্য। 


'মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট' এর তথ্যমতে, তরুণ ও নতুন নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানোর পাশাপাশি এই আয়োজনে বিশ্বের জনপ্রিয় নির্মাতা গদার, ফ্রঁসোয়া ত্রুফো, চার্লি চ্যাপলিন, জহির রায়হান, তারেক মাসুদ, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের সিনেমাও পর্যায়ক্রমে দেখানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.