গানের জগতে তিনি অনন্য। মনমুগ্ধকর সুরে বিভিন্ন মঞ্চ রাঙ্গান তিনি। তাঁর কন্ঠের মানুষের রয়েছে অভিরাম ভালবাসা। যার নাম আতিফ আসলাম। জন্মসূত্রে পাকিস্তানী সংগীতশিল্পী হলেও বলিউড জগতেই তিনি রাজত্ব করছেন ক্যারিয়ারের শুরু থেকে।
ভারত-পাকিস্তান ছাড়াও
এশিয়া উপমহাদেশের অন্যান্য দেশেও গান গেয়ে লাখো ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। পাকিস্তানী এই শিল্পী বলিউডে বা হিন্দি সিনেমায় অনেক গান গাইলেও ধর্মের প্রতি তিনি অনুরাগী। তিনি ধর্মকে আঁকড়ে ধরে লালন করেন।
গেল শুক্রবার
(২৯ নভেম্বর) জনপ্রিয় এই শিল্পী ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কন্সার্টে
গান গেয়েছেন। যেখানে তিনি টানা তিন ঘন্টা ননস্টপ পারফরম্যান্স করে দর্শকের হৃদয়ে ঝড়
তুলেছেন।
আতিফ আসলাম স্টেজে পারফর্ম করার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন। এরপর শুক্রবার দুপুরে তিনি জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তার পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তাঁর নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
‘ম্যাজিকাল নাইট ২.০’ কন্সার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
আতিফ আসলাম
ঠিক রাত ৯ টায় মঞ্চে ওঠেন। এরপর টানা তিন ঘন্টা দর্শকের সামনে নাচ-গান করলেন তিনি। আয়োজকদের ভাষ্যমতে, কথা ছিল ১ঘন্টা ২০ মিনিট পারফরম্যান্স করবেন আতিফ। কিন্তু ঢাকার ভক্তদের ভালোবাসায়
অভিভূত হয়ে টানা তিন ঘন্টা গান গাইলেন তিনি।
বাংলাদেশকে
কতটা ভালোবাসেন আতিফ, সেটা তিনি স্টেজে উঠেই প্রমাণ করলেন। স্টেজে উঠেই তিনি বলেন,
‘আমার দ্বিতীয় বাড়ি বাংলাদেশ।'