কয়েকদিন আগেই
গুঞ্জন উঠেছে, বাংলাদেশের নির্মাতা রায়হান রাফী পশিচম বঙ্গের তারকা জিতকে নিয়ে সিনেমা
বানাচ্ছেন। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনা এই সিনেমার নাম ‘লায়ন’। সিনেমাটিতে বাংলাদেশি
শিল্পীদেরও দেখা যাবে।
সিনেমাটির কাজ
স্থগিত হয়েছে, খবরটি গত সপ্তাহে জানা যায়। তবে ‘লায়ন’ সিনেমা নিয়ে এবার জানা গেল নতুন
খবর। গতকাল (৩০ নভেম্বর) ঢালিউডের রাজা জিতের জন্মদিন ছিল। তিনিই রায়হান রাফীর পরিচালনায়
‘লায়ন’ সিনেমার নায়ক।
সেই খবরে ছবিটির
ও পাড় বাংলার পরিচালক শ্যামসুন্দর দে সিলমোহর দিয়েছেন। গতকাল তিনি একটি কেক উপহার দিয়েছেন
অভিনেতা জিতের জন্মদিনে। কেকটি একটি বিশেষ ইঙ্গিত বহন করছে। চকোলেট কেকের গায়ে উজ্জ্বল
সিংহের মুখ এবং উপরে একটি সোনালি মুকুট, যেন সত্যিকারের একটি লায়নের মাথা কাটছে জিৎ।
ভারতীয় সংবাদ
মাধ্যম আনন্দবাজার অনলাইনকে শ্যামসুন্দর বলেন, ‘বলেছিলাম, ছবিটি হচ্ছে। এই কেকটি হচ্ছে
তাঁর প্রমাণ। ‘লায়ন’-এর জন্য বিশেষভাবে তৈরী এই কেক। এটা শুধু আমি একা নই, আজ বাংলাদেশ
থেকে রায়হানও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিৎদাকে।‘
তিনি আরও জানিয়েছেন, ফোনে
প্রতিদিন ছবি নিয়ে তাঁদের দুজনের আলোচনা হচ্ছে। ছবিতে জাহাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা
রয়েছে। যে কারণে ছবিটি তৈরি হতে একটু সময় লাগছে। প্রযোজকের প্রত্যাশা নতুন বছরে সব
সমস্যা মিটে যাবে। তিনিও ‘লায়ন’কে শুটিং ফ্লোরে পৌঁছে
দিতে পারবেন।