তরুণ
গীতিকার মামুন আফনান রুমির কথায় ও সুরে কণ্ঠ
দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। "একমাত্র ঠিকানা" এবং "ভালোবাসার মূল্য দিলানা" শিরোনামের এই দুটি গান
সংগীতায়োজন করেছেন এস.ডি সাগর।
জানা
গেছে, গানগুলো শিগগিরই দুটি পৃথক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে।
গানের
অভিজ্ঞতা নিয়ে গীতিকার ও সুরকার মামুন
আফনান রুমি বলেন, "সালমার জন্য এর আগেও গান
লিখেছি। তবে এবার নিজেই সুর করেছি, যা আমার জন্য
অন্যরকম অভিজ্ঞতা। গান দুটি ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি। এই কাজগুলো নিয়ে
আমি ভীষণ আশাবাদী।"
সংগীতশিল্পী
সালমা বলেন, "দুটি মৌলিক গান গেয়েছি, যেগুলোর কথা খুবই সুন্দর ও সাবলীল। প্রতিটি
গানই আলাদা ধরনের, তাই গাইতেও দারুণ লেগেছে। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।"
উল্লেখ্য,
গীতিকার হিসেবে সংগীতাঙ্গনে ইতোমধ্যেই নিজস্ব জায়গা তৈরি করেছেন মামুন আফনান রুমি। তার কথায় গেয়েছেন আসিফ আকবর, কাজী শুভ, এফ এ সুমন,
মিলন, ন্যান্সি, ইলিয়াসসহ আরও অনেকে। গানের জগতে নিজের প্রতিভার পাশাপাশি কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।