বলিউডের কমেডি ঘারানার সিনেমার তালিকায় বেশ এগিয়ে 'হাউজফুল'। সেদিক থেকে বলা যায়, এই সিনেমা দেখে হাসবে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। বলিউড পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সৃষ্টি হাউজফুল সিনেমায় একে একে এনেছেন ৪ কিস্তি। তবে এবার ৫ম কিস্তি 'হাউজফুল ৫' এর ঘোষণা দিলেন পরিচালক তরুণ মান্সুখানি।
ভারতীয় গণমাধ্যম
থেকে জানা যায়, ইতোমধ্যে সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ
মাধ্যম ইনস্টাগ্রামে দেখা যায় এই সিনেমায় অভিনয় করা এক ঝাঁক তারকার ছবি। সাদা ভেস্ট, বাদামী কার্গো প্যান্ট এবং স্টাইলিশ সানগ্লাস পরিহিত অভিনেতা অক্ষয়
কুমারকে। যেখানে তাঁর মজাদার চরিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সাজিদ নাদিয়াদওয়ালার
একটি মাইলস্টোন কাজ হিসেবে তৈরী হচ্ছে ‘হাউসফুল ৫’। কারণ বলিউডে পঞ্চম পর্ব হিসেবে
এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি।
তবে, আগের পর্বগুলোর
চেয়ে এই পর্বটি হবে হবে একটু ব্যতিক্রম। যাতে বিনোদন থাকবে আগের চেয়ে পাঁচ গুণ বেশি। এমনটিই বলেন পরিচালক তরুণ মান্সুখানি। ফ্রান্স, স্পেন ও লন্ডনের বিভিন্ন মনোরম ও বিলাশবহুল
রিসোর্টে বিগ বাজেটের এই সিনেমাটির শুটিং করা হয়েছে।
‘হাউসফুল ৫’-এ
অক্ষয় কুমার ছাড়াও থাকছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দিস,
সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে,
জনি লিভার, শ্রেয়স তালপাদে, দিনো মোরিয়া, চিত্রাংদা সিং, রঞ্জিত, সাউন্ডার্য শর্মা,
নিকিতিন ধীরসহ আরও অনেকেই।