× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আতিফ আসলামের কনসার্ট; টিকেট ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ফাঁস

গ্রেপ্তার ১

বিনোদন ডেস্ক।

২৭ নভেম্বর ২০২৪, ২১:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে এ বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাবেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। কনসার্ট শুরুর আগেই টিকিট ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি চক্র।

এ ঘটনায় সেই চক্রের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস।

মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গত রোববার (২৪ নভেম্বর) ঢাকার পাইকপাড়া থেকে আরিফ আরমান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।

তিনি জানান, টিকিট টুমরো প্ল্যাটফর্মে সাইবার আক্রমণের জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল আলম বলেন, কনসার্টের টিকিট বিক্রির ওয়েবসাইটে ঢুকে ক্রেতাদের তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনস পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একইসঙ্গে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.