× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মারা গেলেন ডোরেমন খ্যাত ডাবিং আর্টিস্ট জুনকো হরি 

বিনোদন ডেস্ক।

২৭ নভেম্বর ২০২৪, ১৮:৩৮ পিএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ২০:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত

মারা গেছেন জনপ্রিয় কার্টুন নিনজা হাতোরি এবং ডোরেমনের কীংবদন্তি ডাবিং আর্টিস্ট জুনকো হরি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাপানি আর্টিস্ট জুনকো হরির প্রোডাকশন সংস্থা বাওবাব।

মূলত মনে করা হচ্ছে বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৯ বছর। এই কঠিন সময়ে গোপনীয়তার অনুরোধ করে তাঁর শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন ম্যানেজমেন্ট পক্ষ। যার কারণে জুনকোর মৃত্যুর খব্র দেরী করে জানানো হয়েছিল।

আনুষ্ঠানিক ঘোষণা থেকে জানা গেছে যে, শুধু নিকটাত্মীয়দের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল। ভিড় এড়ানোর জন্য ভক্তদের অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে যাওয়া বা উপহার দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অসংখ্য অ্যানিমেশনে নিজের কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জুনকো হরি। টম অ্যান্ড জেরি কার্টুন সিরিজে জেরির কণ্ঠস্বরও দিয়েছিলেন জুনকো হরি।

অ্যানিমেশনে ক্রেডিটগুলোর তালিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রো বয়সহ, সিন্ডারেলা বয়, অ্যান অফ গ্রিন গেবলস, লিজেন্ড অফ দ্য মিস্টিক্যাল নিনজা, দ্য গুটি ফ্রগ, সিন্দবাদ দ্য সেলর, স্পিড রেসার, রেইন বয়, ক্যাট আইড বয়, লিটল লুলু, টোকিও মেউ’র ভয়েসিং চরিত্রগুলো বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.