২০১৮ সালের
১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। রুপালি গিটার
ফেলে দূরে, বহুদূরে চলে গেলেন তিনি। তখন থেকেই
থমকে গেল এলআরবি ব্যান্ডের পথচলা। তবে এবার ভক্তদের জন্য রয়েছে সুখবর।
আগামী রবিবার (১ ডিসেম্বর) প্রকাশ হবে বাংলাদেশের কীংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান।
ভক্তদের জন্য
এমন খুশির খবর নিয়ে এসেছে আইইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। এই বিখ্যাত ব্যান্ডতারকা মৃত্যুর
আগে বেশকিছু গান তৈরি করেছিলেন। বিভিন্ন কারণে সেগুলো প্রকাশ করার সুযোগ পাননি তিনি।
তাঁর অপ্রকাশিত
গানগুলো এক এক করে প্রকাশ করার পরিকল্পনা গ্রহন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। এরই
ধারাবাহিকতায় ১ ডিসেম্বর প্রকাশিত হবে প্রথম গান “ইনবক্স”।
গানটির কথা
লিখেছেন নিয়াজ আহমেদ অংশু এবং গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজে।
এ গানটি প্রকাশের উপলক্ষ হলো ব্যান্ড মিউজিক ডে।
আইয়ুব বাচ্চুর
উদ্যোগেই বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল। তিনি এ দিনটি উদযাপনের
জন্য যৌথভাবে চ্যানেল আইয়ের সঙ্গে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করেছিলেন।
“ইনবক্স” গানটির
মিউজিক ভিডিও তৈরী করেছেন তানভীর তারেক। গানটি আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেলসহ আইটিউনস,
স্পটিফাই এবং আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
এলআরবি ব্যান্ডের
গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ গণমাধ্যমকে বলেন, 'বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি
করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব
হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা
করছি বাকি গানগুলো প্রতিমাসে একটা একটা করে প্রকাশ করতে পারব। আর কেউ যদি অপ্রকাশিত
গানগুলো স্পন্সর করতে চান তাদের স্বাগত। কারণ, গানগুলোর ভিডিও করতে অনেক অর্থের প্রয়োজন
হয়। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।'