ছোট
পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। প্রথমে তিনি টেলিবিশনে বিজ্ঞাপনের মাধ্যমে
পরিচিতি পেলেও পরবর্তিতে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের
কাছে বহুল জনপ্রিয় হয়ে ওঠেন।
‘দেবী’
সিনেমায় পার্শ্ব অভিনেত্রীর জন্য তিনি ভক্তদের প্রশংসার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও
পান।
সম্প্রতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ি পরা কিছু ছবি আপলোড করেন অভিনেত্রী ফারিয়া। সেখানে দেখা
যায়, সবুজ রঙ্গের বেনারসিতে ভক্তদের মন কেড়েছেন তিনি। চুল খোলা, লো মেকআপ লুকে দারুন
লাগছিল অভিনেত্রীকে।
খুব
সিম্পল সাজে হাতে ব্রেসলেট, গলায় মালা ও কানে ঝুমকা এ যেন একেবারে বাঙালি সাজে ধরা
দিয়েছে সে। মিষ্টি হাসি, চোখের মায়াবি চাহনি, আর আকর্ষনীয় চোখ ধাঁধানো লুকে ভক্তদের
মনে ঝড় তুলেছে।
তার
পোষ্টের কমেন্টবক্স জুড়ে ভক্তদের প্রশংসার শেষ নেই। কেউ ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছে,
‘খুব সুন্দর লাগছে আপু’ আব্বার কেউ লিখেছে ‘অসাধারণ’। একজন লিখেছেন, ‘আমি কখনো ফুলকে হাসতে দেখি নাই বাট
আমার ব্যক্তিগত ফুল শবনম ফারুকে আমি সব সময় হাসতে দেখি।‘