× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হলে গিয়ে ‘দরদ’ দেখবেন কিং খান!

বিনোদন ডেস্ক।

২৬ নভেম্বর ২০২৪, ১৯:১০ পিএম । আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৪, ১৯:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত

প্রেক্ষাগৃহে বসে ‘দরদ’ সিনেমা দেখবেন ঢালিউড কিং শাকিব খান। তাই রিমার্ক-হারল্যান পরিবার তিনটি সিনেমা হলের সব টিকিট কিনে নিয়েছে। ‘দরদ’ সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে আগামী শুক্রবার সন্ধ্যায় (২৯ নভেম্বর)।

সপ্তাহখানেক আগে আমেরিকা, মালদ্বীপসহ দেশের ৮৩ টি সিনেমা হলে শাকিব খান অভিনীত ‘দরদ’।

রোমান্টিক-থ্রিলার গল্পে নির্মিত ‘দরদ’এর সিনেমাটি পরিচালনা করেন অনন্য মামুন। সিনেমায় শাকিব খানের অভিনয়ের তুমুল প্রশংসা করছে দর্শকরা। দেশের রাকনৈতিক স্থবিরতার মধ্যেও সিলেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্কিনের সবখানে ‘দরদ’ দেখতে রীতিমতো ভীড় জমাচ্ছে মানুষ।

সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে দর্শকদের ‘দরদ’ দেখার উন্মাদনা দেখছিলেন শাকিব। এবার বড়পর্দায় নিজের অভিনীত ‘দরদ’ দেখবেন কিং খান।

শাকিব খান সংবাদ মাধ্যমকে বলেন, 'প্রথমদিন থেকে "দরদ" সিনেমাটি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে ছুটে আসছে। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও "দরদ" ভরা ভালোবাসা।' 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.