× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না- এ আর রহমান

বিনোদন ডেস্ক।

২০ নভেম্বর ২০২৪, ১৪:০৩ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৪, ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (১৯ নভেম্বর) রাতে স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দেন ভারতের কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমান। এ খবরে ভক্তরা মুষড়ে পড়েছেন।

এ আর রহমান ও সায়রা বানুর বিছেদ নিয়ে গতকাল (১৯ নভেম্বর) রাতে এক বিবৃতিতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ বলেন, দীর্ঘ বছর বিবাহিত জীবন কাটানোর পর সায়রা তার স্বামী আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর তাদের এই সিদ্ধান্ত।

আইনজীবী আরও বলেন, দু'জনই অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করেছেন। খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভেবেচিন্তেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আইনজীবী অনুরোধ করেছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।

দীর্ঘ এই সম্পর্কে ইতি টানার পর ভাল নেই এ আর রহমান। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাবো।

এ আর রহমান লেখেন, ‘তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। তাই আমি আমার অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকেই বলছি, আমরা এখন যে এই ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সবাই সম্মান করবেন। আমি আশা করব আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ঠিক এতদিন যেভাবে করে এসেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ।

১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এআর রহমান। এই দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.