× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুনদের মধ্যে ভালো করছেন মেসফির আয়াজ

১৯ নভেম্বর ২০২৪, ১৭:০৪ পিএম । আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৪, ২০:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ফ্যাশন স্টাইলিস্ট, কোরিওগ্রাফার এবং কস্টিউম ডিজাইনার মেসফির আয়াজ বর্তমান সময়ের নতুনদের মধ্যে বেশ ভালো কাজ করছেন।বেশ কিছু ভালো কাজের মাধ্যমেই তাকে দেখা যাচ্ছে। বিউটি পেজেন্ট মিস্টার ফ্রেশ লুক থেকে তার যাত্রা শুরু হয়, তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলে জানান তিনি।

মেসফির আয়াজ বলেন, মেধা এবং যোগ্যতা থাকলে কেউ কাউকে আটকে রাখতে পারে না। অনেক স্ট্রাগল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে হয়। এছাড়াও মেসফির ধন্যবাদ জানান সকল পরিচালক এবং প্রযোজকদের, যারা নতুনদের নিয়ে ঝুঁকি নেন এবং তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেন।

তিনি আরও বলেন, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। অনেক বাধা আসবে, তবুও সামনে এগিয়ে যেতে হবে।

সম্প্রতি প্রোডাকশন হাউস উইটিসট -এর পরিচালক মঈনউদ্দিন সিয়ামের বাংলালিংক-এর কস্টিউম ডিজাইন করে বেশ প্রশংসা পেয়েছেন মেসফির। সামনে আসছে আরও অনেক নতুন প্রজেক্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.