শাহরুখ খান অভিনীত সুপারহিট রোমান্টিক, অ্যাকশন, থ্রিলার ছবি 'বাজিগর'। ১৯৯৩ সালে পরিচালক আব্বাস মাস্তান সিনেমাটি নির্মান করেন। 'বাজিগর' ছিল শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম চলচ্চিত্র।
এবার এই চলচ্চিত্রের সিক্যুয়েল 'বাজিগর ২' নির্মানের ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক রতন জৈন। তবে এই সিক্যুয়েলে শাহরুখ খান অভিনয় করবেন কিনা তা এখনও পুরোপুরি নিশিত করেন নি তিনি।
'বাজিগর'- এর সিক্যুয়েল নিয়ে শাহ্রুখের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক রতন। আগেরবার ছবিতে শাহরুখে বিপরীতে ছিল কাজল। কিন্তু এখনও বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে বলে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছেন না।
রতন জৈন সংবাদমাধ্যমকে বলেন, 'শাহরুখ যথেষ্ট গুরুত্ব দিয়ে তার প্রস্তাব গ্রহণ করেছেন। তবে এখনও বিষয়টি আলোচনাপর্বেই রয়েছে। শাহরুখ খান ছবিটি না করলেও সিক্যুয়েল নির্মাণ হবে। চিত্রনাট্যে নানান রকম সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে ‘বাজিগর’-এর মান রক্ষার্থে সব চেষ্টা করা হবে।'
এবারের সিক্যুয়েল পরিচালনা করবেন এই প্রজন্মের কোনো দক্ষ নির্দেশক। এখন 'বাজিগর ২'- এর চিত্রনাট্যের কাজ চলছে।