গত ১৮ অক্টোবর
রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ঢাকা রেট্রো শিরোনামের একটি কনসার্ট আয়োজনের কথা
থাকলেও ভেন্যু জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে সেটি স্থগিত করা হয়। সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান
‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর ‘ঢাকা
রেট্রো’ কনসার্টটি রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে। এদিন
বিকাল ৫ টায় শুরু হবে কনসার্ট।
এমনিতেও কনসার্টটি
নিয়ে শ্রোতাদর্শকের উত্তেজনার শেষ নেই। একেতো একসঙ্গে মঞ্চ মাতাবে নগরবাউল জেমস, আর্ক,
মাইলস ও দলছুট-এর মতো কালজয়ী ব্যান্ডগুলো। এদিকে আবার বোনাস হিসেবে চার ব্যান্ডের সাথে
যুক্ত করা হয়েছে ওয়ারফেজের প্রাক্তন সদস্য গিটারিস্ট অনি হাসানকে।
জানা গেছে,
‘গেট সেট রক’-এর ওয়েব সাইটে ভিজিট করে দর্শক এখনও টিকেট কাটতে পারছেন।
সাইটে দুই ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে।
ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা।