× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়ের জন্মদিনে আলিয়ার আবেগপ্রবণ পোস্ট

ডেস্ক রিপোর্ট

০৭ নভেম্বর ২০২৪, ১৬:২১ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৪, ১৬:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত

দু'বছর আগে বলিউডের পাওয়ার কাপল রণবীর-আলিয়ার কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান রাহা। গতকাল (৬ নভেম্বর) ছিল রাহার দ্বিতীয় জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ছোট্ট রাহার ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলিয়া।

বয়স এক বছর হওয়ার আগ পর্যন্ত রাহার চেহারা প্রকাশ্যে আনেননি তার তারকা বাবা-মা। গেলবছর বড়দিনে, রণবীর-আলিয়া তাদের ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহার।

আর এবার দ্বিতীয় জন্মদিনে, রাহার জন্মের কয়েকদিন পর তোলা একটি ছবি শেয়ার করে ভক্তদের ভালবাসায় সিক্ত হয়েছেন। ছবিতে দেখা যায় মেয়েকে বুকের মাঝে পরম আদরে আগলে রেখেছেন মা আলিয়া।

আলিয়ার পোস্ট করা ছবিতে দেখা যায়, ছোট্ট রাহা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে। ২০২২ সালের শেষের দিকে রাহার জন্মের সময় তোলা এই সুন্দর ছবিতে বাবা রণবীরকে দেখা যাচ্ছে মায়ের কোলে থাকা একরত্তি কন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ দু'বছর বয়স হলো। আমি চাই সেই সময়টা আবারও ফিরে পেতে। যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আসলে প্রতিটি মা চান যে তার সন্তান যেন এমন ছোট্টটি থাকে সারাজীবন। শুভ জন্মদিন আমাদের জীবন।

এই পোস্টে, আলিয়ার মা অর্থাৎ রাহার দিদিমা সোনি রাজদান একটি সুন্দর ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর লিখেছেন, ‘বহু মূল্যবান এছাড়া বহু গুণমুগ্ধ ভক্তও প্রশংসা করেছেন।

রাহার দিদিমা সোনি রাজদান ইন্সটা স্টোরিতে জন্মদিনের কিছু ঝলকও তুলে ধরেছেন। যেখানে রাহার দাদা মহেশ ভাটকে পোজ দিতে দেখা যায়। কেকের ছবিও শেয়ার করেছেন তিনি। রাহার জন্মদিনের কেক- রয়েছে পশুপাখি থেকে শুরু করে গাছপালায় ভরা। এই কেকের গায়েহ্যাপি বার্থডেরাহা লেখা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.