× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কয়েক ঘন্টা পরই দেখা যাবে নূর-পরীর রহস্য!

সারাবেলা বিনোদন।

০৭ নভেম্বর ২০২৪, ১৬:১২ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৪, ১৬:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গত এক সপ্তাহ আগে হৈচৈ-তে প্রকাশ হয় অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’র ট্রেলার।

ভালোই চলছিল প্রদীপ-সুপ্তির (মুস্তাফিজ নূর ইমরান-পরীমণি) ছোট সুখের সংসার। হঠাৎ এক মিথ্যা অভিযোগে এলোমেলো হয়ে যায় তাদের নুতুন সংসার! মিথ্যা অভিযোগের জেরে এদিক-ওদিক ছুটতে থাকে প্রদীপ, প্রিয় স্বামীর হাত ধরে সঙ্গে ছুটা-ছুটি করতে থাকে অন্তঃসত্ত্বা সুপ্তিও। অতীতে এমন কী ঘটেছিল প্রদীপের জীবনে, যার পরিণামে এতো দৌড়-ছুট ভোগ করতে হচ্ছে এই দম্পত্তির?

পরী ও নূরের অভিনয়ে জমে ওঠা এই থ্রীলারধর্মী গল্পের রহস্য জানতে অপেক্ষায় রয়েছে দর্শক। আর কয়েক ঘণ্টা পরই মিলবে অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’-এ প্রদীপ-সুপ্তির রহস্য!

জানা যায়, স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে বুধবার মধ্যরাতেই (বৃহস্পতিবার) মুক্তি পাবে ‘রঙিলা কিতাব’। সিরিজটি নির্মিত হয়েছে কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে। যৌথভাবে চিত্রনাট্যটি লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন। পুরো সিরিজটিতে মোট সাতটি পর্ব থাকবে।

এদিকে অনেকদিন ধরেই পর্দায় ধরা-ছোঁয়ার বাইরে পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়েই তিনি শ্যুটিংয়ে ফেরেন, ব্যস্ত হয়ে পড়েন ‘রঙিলা কিতাব’- এ সুপ্তি হয়ে ওঠার গল্পে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.