বিগত কয়েকদিন ধরে স্যোশাল মিডিয়ায় অনেক প্রচারণা চালাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলী।
কখনও সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আবার কখনও প্রাক্তন প্রেমিকার পক্ষ নিচ্ছেন। এবার এই অভিনেত্রী বলিউড বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিষ্ফোরক দাবি করলেন।
সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং সেশন’ অর্থাৎ অনুরাগীদের সঙ্গে স্যোশাল মিডিয়ায় প্রশ্ন উত্তর খেলায় মাতেন তিনি। সেখানে একজন সুশান্ত সিং-এর মৃত্যু নিয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, “ওকে খুন করে আত্মহত্যা দেখানো হয়েছে। আপনারা এমসের চিকিৎসক সুধীর গুপ্তকে প্রশ্ন করুন না। কে পাল্টে দিল ওর ময়নাতদন্তের রিপোর্ট?”
উল্লেখ্য, ২০২০ সালে সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর একটি বোর্ড গঠন করা হয়। সে সময় ছয় সদস্যের চিকিৎসক দল অভিনেতার শ্বাসরুদ্ধ হয়ে কিংবা বিষক্রিয়ায় মৃত্যুর তত্ত্বটি উড়িয়ে দেন। কিন্তু সুধীর গুপ্ত সেই সময় জানিয়েছিলেন, অভিনেতার শরীরে আঘাতের চিহ্ন বা শ্বাসরোধ করে মৃত্যুর কোন রকম চিহ্ন পাননি। এটি আত্মহত্যার ঘটনা। একটা সময় অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে তাঁর অনুরাগীরা পথেও নেমেছিলেন।