ছবিঃ সংবাদ সারাবেলা
গত শনিবার
(২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত
হয়েছিল বাংলাদেশ এচিভার্স অ্যাওয়ার্ড। দেশের স্বনামধন্য রিয়েল স্টেট কোম্পানি 'নতুনধরা'
অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সেরা মিডিয়া এজেন্সির পুরস্কার পান ‘ভারতুসো' মিডিয়া ওয়ার্ল্ড'র
সিইও স্বপ্নবাজ তরুণ মনিরুল ইসলাম।
তরুণ-যুবাদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব সেক্টরেই এখন তরুণদের জয়জয়কার। নতুন বাংলাদেশ গড়তে শ্রম আর মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন হাজারো তরুণ। এদেরই একজন মনিরুল ইসলাম।
'ভারতুসো'
মিডিয়া ওয়ার্ল্ড একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি যার হাত ধরে কাজ শুরু করেন দেশের শোবিজ
অঙ্গনের জনপ্রিয় কিছু তারকা। এদের মধ্যে আছেন নুসরাত ফারিয়া, সারিকা, শখ প্রমুখ।
স্বপ্নবাজ তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত ‘ভারতুসো' মিডিয়া ওয়ার্ল্ডের শুরুটা জানতে চাওয়া হয় মনিরুল ইসলাম বলেন, 'এই পেশার প্রতি আগ্রহ হয়েছে পারিবারিকভাবে। ‘ভারতুসো' নামেই আমার ভাই এই এজেন্সিটা দিয়েছিলেন। পরবর্তীতে পেশার প্রতি আগ্রহের কারণে আমি নিজেই ‘ভারতুসো' মিডিয়া ওয়ার্ল্ড নামে এই বিজ্ঞাপন এজেন্সির লাইসেন্স নেই।'
ইতোমধ্যে তিনি তার এজেন্সির মাধ্যমে বহু কাজ করেছেন । বাংলাদেশের প্রায় সবক'টি টেলিকমিউনিকেশন এবং ব্যাংক, বেভারেজ কোম্পানিগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মনিরুলের। সেই সাথে হাজারো মডেল অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন পূরণ করে চলেছেন তিনি।
নামীদামী
সব কোম্পানি, শোবিজ তারকা, এমনকি দেশের বাইরের মডেলদের সাথে কাজ করার অভিজ্ঞতা হলেও
স্বপ্নবাজ মনিরুলের শুরুর গল্পটা মোটেও সুখকর ছিলনা। কিন্তু মনিরুলের অসীম ধৈর্য্য,
স্বপ্ন বাস্তবায়নের জন্য সুদৃঢ় পদক্ষেপ তাকে আজকের এই সাফল্য এনে দিয়েছে।
এই পেশায়
আগ্রহী নবীনদের উদ্দেশ্যে মনিরুল বলেন, পারবিারিক সমর্থনটা অনেক প্রয়োজন হবে। আর পেশা
সম্পর্কে যথেষ্ট আগ্রহ ও ধারণা থাকতে হবে। তা না হলে প্রতিযোগীতার দৌড়ে টিকে থাকতে
পারবে না।
যেকোনো কাজে
সৃজনশীলতার ওপর গুরুত্ব দিয়ে মনিরুল বলেন, যেকোন উদ্যোগকে সফল করতে সর্বাগ্রে চাই সৃজনশীলতা।
সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। এরপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ
তা হলো জানা, বোঝা ও শেখা। একজন সফল উদ্যোক্তা হবার জন্য চারপাশ থেকে যেমন শিক্ষা নিতে
হয়, তেমনি শিক্ষা নিতে হয় বই থেকেও।
নবীন উদ্যোক্তাদের
উদ্দেশ্যে তিনি আরও বলেন, সমস্যা থেকেই সুযোগ। নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ হচ্ছে,
যারা এখনো দোটানায় ভুগছেন, পারবো কি না, হবে কি না? এতো সমস্যা চারপাশে, যদি না সফল
হই? তাহলে ভবিষ্যতে কী হবে? তাদের জন্য বলছি : সমস্যা থেকেই সফল উদ্যোগের জন্ম হয়।
সমস্যাকে যিনি সুযোগে পরিণত করতে পারেন, তিনিই প্রকৃত উদ্যোক্তা।
দেশীয় মডেলদের
সাথে বিদেশি মডেলদের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মনিরুল বলেন, দেশের বাইরের মডেলরা
খুব প্রফেশনাল। কাজটাকেই প্রাধান্য দেন। এই দিকটা আমাদের মডেলদের ভেতর খুব অভাব আছে।
মনিরুল ইসলাম
তার বর্তমানে সাফল্যের জায়গা থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান, এই প্রসঙ্গে বলেছেন,
কাজ ভালোবাসি, যত্ন আর দায়িত্ব নিয়ে কাজাটাই করতে চাই। আর সামর্থ্য অনুযায়ী হাজারো
তরুণের স্বপ্ন পূরণ করে যেতে চাই।
বিজ্ঞাপন
এজেন্সিতে কেউ ক্যারিয়ার গড়তে চাইলে মনিরুল ইসলাম জানান, একটি ব্যবসায়িক অফিস থাকতে
হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে। মিনিমাম একটা পুজি তো লাগবেই। বিজ্ঞাপনী প্রতিষ্ঠান
ও মডেলদের মধ্যে সমন্বয়ের মাধ্যম থাকতে হবে।
বাংলাদেশ
এচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪ এ সেরা মিডিয়া এজেন্সি পুরস্কার জেতা মনিরুল তার আজকের এই
সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে তাদের স্মরণ করেন। তিনি বলেন, মোতালেব হোসেন বরুন
মামা, ফটোগ্রাফার ইকবাল আহমেদ, সানী মুনির ও হাবীব ভাইসহ আরো অনেকের অনুপ্রেরণায় তার
আজকের মনিরুল হয়ে ওঠা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh