× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার লাল পরীর বেশে 'ডানা কাটা পরী'

ডেস্ক রিপোর্ট

০২ নভেম্বর ২০২৪, ১৬:২৩ পিএম । আপডেটঃ ০২ নভেম্বর ২০২৪, ১৬:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই ছবির জনপ্রিয়, আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি। তার ক্যারিয়ারের শুরুর দিকের 'রক্ত' নামের একটি সিনেমার 'আমি ডানাকাটা পরী' গান টি তুমুল জনপ্রিয় হয়েছিল। এরপর থেকে পরীমণিকে তার ভক্ত ও নেটিজেনরা প্রায়শই 'ডানাকাটা পরী' নামে ডাকেন। এবার এই নায়িকা হাজির হয়েছেন লালপরীর বেশে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করা এক ভিডিওতে হাসিখুশি মেজাজে লাল পরীর বেশে ধরা দিয়েছেন পরীমণি

অফ শোল্ডার সাটিন প্রম লাল পোশাকের উপরে ছোট ছোট সাদা পাথর পরীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখের চাহনি ভক্তদের যেন ঘায়েল করে দিবে। ডিভিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘লাল পরী।


অভিনেত্রীর হাতে নেল পলিশ ঠোঁটের লিপস্টিক আর কাজল কালো চোখে যেন মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে। ভক্ত-অনুরাগীরা পরীর রূপের বেশ প্রশংসা করেছেন।

কমেন্ট বক্সে নাজু সরোয়ার নামে এক ভক্ত লিখেছেন, ‘এতো সুন্দর কেনো, লালা পরি সুন্দরের রানী। মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। শুভকামনা রইল।

দেলোয়ার নামে আরেক অনুরাগী বলেন, পরী পরীর মতো অসাধারণ সুন্দর, পরী খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছে। নুসরাত জাহানের ভাষ্য, ‘মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগতেছে তোমাকে। তুমি সত্যিই একটা পরী।

প্রসঙ্গত, কিঙ্কর আহসানের উপন্যাসরঙিলা কিতাব' এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন পরীমণি। চলতি মাসের নভেম্বর মুক্তি পাবেরঙিলা কিতাব'

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.