সিনেমায় অন্তরঙ্গ
দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়েন অভিনেতারা। বলিউডের পুরনো 'সোলজার' আর
একালের 'আনিম্যাল' ববি দেওল সম্প্রতি এমনই এক বিড়ম্বনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
ববি জানান,
এ পরিস্থিতি তৈরি হয়েছিল নায়িকা মনীষা কৈরালার সঙ্গে একটি গানের শুটিংয়ে। মনীষার সঙ্গে
ঘনিষ্ঠ হবেন ববি। মনীষা ববির গালে কামড় বসাবেন। সেই মতো দুজনে কাছাকাছি এসেছেন। কিন্তু
যেই না মনীষা নিজের মুখ ববির কাছে এনেছেন, তার তো গা গুলিয়ে বমি আসার মতো অবস্থা।
ববি দেওল
বলেন, মনীষার মুখে নাকি তীব্র পেঁয়াজের গন্ধ ছিল যাতে তার গা গুলিয়ে ওঠে। গানের দৃশ্য
শুট করার আগেই মনীশা পেঁয়াজ দিয়ে চাট খায়। আমার মুখের কাছে এসে গালে কামড় দিতেই গন্ধটা
পাই।